জাতীয় কবি কাজী নজরুল ইসলামের এর জন্মজয়ন্তী উপলক্ষে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে লেখক ফোরামের উদ্যোগে ‘দ্রোহের কবি নজরুল’ শীর্ষক মুক্ত আলোচনা অনুষ্ঠিত
লিখেছেন লিখেছেন ড মাহফুজুর রহমান আখন্দ ০১ জুন, ২০১৪, ০৬:২৯:২০ সন্ধ্যা
[বক্তব্য রাখছেন প্রফেসর ড. মুহাম্মদ কামাল উদ্দীন। মঞ্চে উপবিষ্ট প্রফেসর মুহাম্মদ শরীফুল ইসলাম, বাংলা বিভাগের (অব প্রফেসর মুহম্মদ আবুল ফজল, কবি আবদুল হাই শিকদার, প্রফেসর ড. আবদুর রহমান সিদ্দিকী, কবি খুরশিদ আলম বাবু ও রাজশাহী বিশ্ববিদ্যালয় লেখক ফোরামের সভাপতি ড. মাহফুজুর রহমান আখন্দ।]
জাতীয় কবি কাজী নজরুল ইসলামের এর ১১৫তম জন্মজয়ন্তী উপলক্ষে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে লেখক ফোরামের উদ্যোগে ‘দ্রোহের কবি নজরুল’ শীর্ষক মুক্ত আলোচনা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকাল ৫টার সময় বিশ্ববিদ্যালয় শহীদুল্লাহ কলা ভবনের ২০৪ নং গ্যালারীতে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
রাবি লেখক ফোরামের সভাপতি ড. মাহফুজুর রহমান আখন্দের সঞ্চলনায় ও বাংলা বিভাগের (অব প্রফেসর মুহম্মদ আবুল ফজল এর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, বিশিষ্ট কবি ও সাংবাদিক আবদুল হাই শিকদার, সমাজ বিজ্ঞান বিভাগের প্রফেসর ড. আবদুর রহমান সিদ্দিকী, প্রফেসর ড. মো. শহীদুর রহমান, প্রফেসর মুহাম্মদ শরীফুল ইসলাম, কবি খুরশিদ আলম বাবু, প্রফেসর ড. মুহাম্মদ কামাল উদ্দীন প্রমুখ।
আলোচনা সভায় বক্তারা বলেন, কাজী নজরুল ইসলাম নিছক শিল্পবোধের কবি ছিলেন না, তিনি ছিলেন মানুষের কবি। মানবতার কবি, জাগণের কবি, দ্রোহের কবি, সর্বোপরি স্বাধীনতার কবি। তাঁর লেখনিতে উঠে এসেছে মুটে মজুর থেকে শুরু করে সমস্ত নির্যাতিত মানুষের কথা। অন্যায় অসত্য, অত্যাচার ও জুলুম-নিপীড়নের বিরুদ্ধে ঐক্যবদ্ধ সংগ্রাম করার মূলমন্ত্র ছিল তার লেখায়। এ বছর রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কোন বিভাগ কাজী নজরুলের জন্ম উপলক্ষে কোন কর্মসূচি গ্রহণ না করায় বক্তারা দূ:খ ও ক্ষোভ প্রকাশ করেন।
এ সময় অন্যান্যদের মধ্যে রাবি শিক্ষক সমিতির সাবেক সভাপতি প্রফেসর ড. এম আজহার আলী, সাদা দলের আহবায়ক প্রফেসর ড. শামসুল আলম সরকার, প্রফেসর ড. নিজাম উদ্দীন, প্রফেসর সকিলুর রহমান, কবি সরদার আবুল হাসান, ড. সেতাউর রহমান, কবি ও গবেষক ড. ফজলুল হক তুহিনসহ শতাধিক লেখক, দুইশতাধিক সাহিত্যিক, গবেষক উপস্থিত ছিলেন।
বিষয়: বিবিধ
১১৬৬ বার পঠিত, ৩ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
নজরুলের কবিতার নিচের কথাটি আমরা সবাই পড়েছি, কখনও কি উপলব্ধি করেছি,
আমরা যদি না জাগি মা,
কেমনে সকাল হবে?
তোমার ছেলে উঠলে মাগো
রাত পোহাবে তবে।
১৮ কোটি মানুষের ভিড়ে আমরা আজো সেই সন্তানকে খুঁজে ফিরি, যার নেতৃত্বে আমরা জেগে উঠব একটি নতুন নতুন সকালের প্রত্যাশায় একটি নতুন দিনের আখাঙ্ক্ষায়।
আপনাদের সকলকে ধন্যবাদ।
এবার নজরুল এর জন্মদিন উপলক্ষে তার প্রতি যতটা অবজ্ঞা দেখান হয়েছে তা আগে কখনও দেখান হয়নি।
মন্তব্য করতে লগইন করুন