বুঝাই বড় কষ্ট
লিখেছেন লিখেছেন ড মাহফুজুর রহমান আখন্দ ২৪ মে, ২০১৪, ১২:২৪:৩৫ দুপুর
কোন দিকে যে যাইতে মানা
কার দিকে যে চাইতে মানা
বুঝাই বড় কষ্ট
পেটের ভেতর দেশটা নিয়ে
থাকেন তিনি স্বর্গে গিয়ে
তোমার আমার ভাবনা বুঝি নষ্ট!!!
বিষয়: বিবিধ
৯৯০ বার পঠিত, ১৫ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
নেত্রী নয়তো নুহের কওম
মানেনা কো বাধা,
কেবলা বাবার দরগাহে সব
প্রণাম রত গাধা।
সিংহ এখন শৃগাল বেশে
গর্তে কাটে দিন,
বাঘমামার আর নেইযে বয়স
রাজা বস্ত্রহীন।
শংকাতে আজ রুদ্ধ প্রজা
ঘুম খুনে শেষ দেশ,
জ্যান্ত মানুষ ফিরেনা ঘর
নিত্য নিরুদ্দেশ।
পাঞ্জেরী!
দেশটা মগের মুল্লক হতে
আর কত দেরী?
মন্তব্য করতে লগইন করুন