রাবিতে মোহনা সাহিত্যাসর অনুষ্ঠিত
লিখেছেন লিখেছেন ড মাহফুজুর রহমান আখন্দ ১৭ মে, ২০১৪, ১১:৩৫:৩৬ সকাল
গত ১৪/০৫/১৪ ইং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শহীদুল্লাহ কলাভবনের ২২৯নং কক্ষে অনুষ্ঠিত হলো মোহনা সাহিত্যাড্ডা। শীলন সাহিত্য পরিষদের আয়োজনে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন মোহনা সম্পাদক কবি ও গবেষক ড. মাহফুজুর রহমান আখন্দ। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কবি ও শিক্ষাবিদ অতুল চন্দ্র সাহা, শিশুসাহিত্যিক সরদার আবুল হাসান, কবি কোহিনুর সুলতানা প্রমুখ।
বক্তাগণ বলেন, সময় এখন সামনে যাবার। আধুনিক সমাজে সাহিত্য এখন স্তুতিকাব্যে সীমাবদ্ধ থাকছে না। মানব সমস্যার খোলামেলা সমাধানে এগিয়ে এসেছে সাহিত্য। মানব জীবনের একান্ত বিষয়গুলোকে নান্দনিকতার সাথে পাঠক সমাজে উপস্থাপন করাই এখন বিশ্বসাহিত্যের নতুন আঙ্গিক। সেই অবস্থার সাথে তাল মিলিয়েই আমাদের সামনের দিকে এগিয়ে যেতে হবে।
অতিথিবৃন্দসহ অনুষ্ঠানে ছড়া-কবিতা পাঠ করেন কবি তরিকুল ইসলাম তরিক, কবি সৈকত আবদুর রহিম, কবি আসাদ বাবু, কবি আহমাদ ফিরোজ, কবি শরীফ জামিল, কবি রাফি আহমেদ প্রমুখ।
অতিথিবৃন্দ পঠিত রেখার উপর বিস্তারিত আলোচনা করেন।
# আসাদ বাবু
বিষয়: বিবিধ
৮০০ বার পঠিত, ১ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন