প্রচ্ছদের ব্যাপারে পরামর্শ চাই.......
লিখেছেন লিখেছেন ড মাহফুজুর রহমান আখন্দ ২৪ জানুয়ারি, ২০১৪, ০৯:৫৩:৫৫ সকাল
শিশুদের জন্য মজার ছড়া 'জ্বীন পরী আর ভূতোং' সবগুলো ছড়াই জ্বীন-ভূতের।
রূপকভাবে সামাজিক চিত্র ফুটে তোলা হয়েছে।
প্রচ্ছদের ব্যাপারে পরামর্শ চাই.......
বিষয়: বিবিধ
৯৭২ বার পঠিত, ১ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
কবিতাগুলো না পড়ে কিছু বলতে পারছি না।
রিফ্লেকশন কনসেপ্ট ব্যবহার করে কিছু করা যেতে পারে। ধরুন- আয়নার সামনে দাঁড়িয়ে আছে সুটেড কোটেড কোন ভদ্রলোক, আয়নায় দেখা যাচ্ছে একটা দানো-র প্রতিচ্ছবি। অবশ্য শিশুদের ছড়ার বইতে প্রচ্ছদে ফিলসফিক্যাল কিছু দিলে ব্যাপারটা কেমন দেখাবে!!?
সাধারণ সুন্দর রঙিন কোন প্রচ্ছদ দিয়েন।
মন্তব্য করতে লগইন করুন