লাশের উপর লাশ
লিখেছেন লিখেছেন ড মাহফুজুর রহমান আখন্দ ২৮ এপ্রিল, ২০১৩, ০৯:১০:০০ সকাল
দেশটা জুড়ে লাশের বহর
রক্ত নদী বইছে
দেশের মানুষ মুখটা বুজে
কেমন করে সইছে!
জীবন নিয়ে চারি দিকে
শুনছি কতো মশকরা
এসব দিয়ে চালাক মানুষ
যায় কখনো বশ করা?
নেতা ভাবেন দেশের মানুষ
অন্ধ এবং পাগল
ছাতা মাতা গাছের পাতা
খায় কে বলো? ছাগল।
ছাগল তবে কে?
কথায় কথায় গন্ধ খোঁজে
মিথ্যে বলে যে।
বিষয়: বিবিধ
৯৫০ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন