ঈশপের আধুনিক গল্প...
লিখেছেন লিখেছেন আহাম্মেদ খালিদ ১১ এপ্রিল, ২০১৪, ০১:২১:৪৭ রাত
শকুন কি করে উড়ে বেড়ায় তাই শিখতে চাইলো কচ্ছপ। শকুন তাকে বুঝালো উড়াউড়ি তোমার কাজ নয়। কিন্তু কচ্ছপ কিছুতেই শুনবেনা, তাকে উড়ার চেষ্টা করতেই হবে। চেষ্টায় নাকি সব হয়। শকুন তাকে বললো তোমার শরীর উড়ার জন্য উপযোগী নয়, তুমি কি করে উড়তে শিখবে ?
কচ্ছপ একেবারে নাছোড় বান্দা, বললো তুমি শেখাওতো দেখি। পারি না পারি সেটা আমি বুঝবো।
শকুন কি আর করে, কচ্ছপকে কিছুতেই নিরস্ত করতে না পেরে শেষ পর্যন্ত তাকে নখে করে আকাশে উড়লো। তারপর যেই উড়তে শিখার জন্য কচ্ছপকে সে উপর থেকে ছেড়ে দিলো এমনি কচ্ছপটি গিয়ে পড়লো এক পাথরের টিপির উপরে, তারপর যা হবার তাই হলো...
বি:দ্র: এটা ঈশপের গল্পের পুরাতন ভার্সন। এটাকে আপনারা চাইলে আপডেট করে নিতে পারেন। শকুনের যায়গায় লীগ আর কচ্ছপের যায়গায় ইমরান সরকার সাহেবকে বসিয়ে দিলেই হয়ে যাবে।
ফেসবুকে আমি: fb/khalidmi6
বিষয়: বিবিধ
১৫৫৪ বার পঠিত, ২ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন