মানব ইতিহাসের সবচেয়ে দুর্লভ একটি ছবি...

লিখেছেন লিখেছেন আহাম্মেদ খালিদ ০৪ সেপ্টেম্বর, ২০১৩, ০৩:২৫:৫৭ দুপুর



নীল ছোট্ট একটা বিন্দু। একটা ছোট্ট সরিষার দানার মত দেখতে। হ্যাঁ, এখানে বসেই আপনি পড়ছেন এই লেখাটি। আমাদের পৃথিবী। আমাদের একমাত্র বাসভূমি। নাসার মহাকাশযান ভয়েজার-১ থেকে তোলা ছবিটা। মহাকাশ যানটি যখন আমাদের সৌরজগৎ পার হয়ে যাচ্ছিল তখন শেষবারের মত নীল এই গ্রহের একটা মুহুর্তের ছবি তুলে পাঠায়। মানবজাতির জন্য অনন্য এক সাফল্য। আমরা প্রমাণ করতে পেরেছি গোল্ড ফিসের দুনিয়ায় থেকেও আমরা মানুষ কারণ আমরা দেখতে শিখেছি নিজের অবস্থানকে। আমাদের জ্ঞান আর প্রাযুক্তিক সীমাবদ্ধতায় জানা জীবনধারী একমাত্র গ্রহ। আমাদের প্রতিদিনকার হাসি-কান্না,আনন্দ-বিরহ আর সাফল্য-ব্যর্থতার গল্প সবই ঘটে এই ছোট্ট গ্রহটিতে। একটা মাত্র ছবি। বলা যায় মানব ইতিহাসের সবচেয়ে দুর্লভ একটি ছবি। আপাত জানা সৃষ্টির সেরা জীব মানুষ কত যে ক্ষুদ্র এই মহাবিশ্ব মাঝে তা আমাদের চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে এই ছবিটি। স্মরণ করিয়ে দেয় আমাদের অবস্থানের। এই একটি ছবিই হয়তো পারে আমাদের মাঝ থেকে মুছে দিতে হিংসা-বিদ্বেষ আর স্বার্থপরতার কালিমা...

সূত্র:ইন্টারনেট।

বিষয়: বিবিধ

১৪৪০ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File