ফিদেল কাস্ত্ সাহেবের শেখ মুজিব দর্শন...
লিখেছেন লিখেছেন আহাম্মেদ খালিদ ১৫ আগস্ট, ২০১৩, ০৭:৪০:৪৪ সন্ধ্যা
“ আমি হিমালয় দেখিনি। কিন্তু আমি শেখ মুজিবকে দেখেছি। ব্যক্তিত্ব ও সাহসিকতায় তিনিই
হিমালয়।" ... ফিদেল কাস্ত্
ফিদেল কাস্ত্ সাহেব শেখ মুজিবকে দেখেছিলেন কিন্তু ৭৪ এর দূর্ভিক্ষ দেখেননি। দেখেননি তার ছেলেদের ব্যাংক লুট,চাঁদাবাজী,অন্যের জমি দখল। দেখেননি গণতন্ত্রকে গলা টিপে হত্যা করে বাকশাল গঠন করা। ফিদেল কাস্ত্ সাহেব দেখেননি শেখ মুজিব সাহেব কিভাবে গণমাধ্যমকে হাত-পা,চোঁখ-মুখ বেধে অন্ধকার কুপে নিক্ষেপ করেছিলেন। উনি দেখেননি কিভাবে সোনার বাংলাদেশকে পরিনত করেছিলেন সন্ত্রাসের এক জনপদে। আর হয়তো সেই কারনেই তাকে হত্যার পর মানুষ মিষ্টি বিতরণ করেছিলেন,হয়তো এই কারণেই তার যানাজায় মানুষ পাওয়া যায়নি। আর এই কারণেই হয়তো অনেককেই তখন বলতে শুনা গিয়েছিলো ফেরাউনের পতন হয়েছে।
জনৈক অধম: ফিদেল কাস্ত্ সাহেব রং দেখেছিলেন, কিন্তু রং এর ডাব্বা দেখেননি।
পূনশ্চ:: একজনের উপরোক্ত ফিদেল কাস্ত্ সাহেবের বাণীটা পড়ে এই কথা গুলি না লিখে পারলাম না। শেখ মুজিব সাহেবকে আমি নেতা হিসেবে অনেক শ্রদ্ধা করি। দোয়া করি আল্লাহ উনাকে ক্ষমা করে জান্নাত নসিব করুন। আমিন...
বিষয়: বিবিধ
১০০৪ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন