হানিফ সংকেত প্রচন্ড রেগে আছেন এই সরকারের উপর...
লিখেছেন লিখেছেন আহাম্মেদ খালিদ ২৬ মে, ২০১৩, ০৫:২১:০৩ বিকাল
হানিফ সংকেত প্রচন্ড রেগে আছেন এই সরকারের উপর, তিনি এতো চেষ্টা করেও মানুষকে বিনোদন দিতে পারছেনা আর সরকার একটা স্ক্রিপ্ট লিখেই বিগত ৪ বছর যাবত বিশ্ববাসীকে বিনোদন দিয়ে যাচ্ছে (সিএনএন,আল জাজিরা,কানাডিয়ান টিভির কল্যানে)
.
.
.
.
.
সেই খুশিতেই দুই লাইন:
টিনের চালে কাক,হাচিনা অবাক
হানিফ সংকেত ফেইল,হাচিনা ক্রিস গেইল
বিনোদনের সাথী,মখা আবুল গীতি
মাতাল করে ...ফুল, প্রজাপতী মনি'র কি ভুল
চুরন্জিতের ধুতি,সার্ফ এক্সেলই গতি।
হাসতে হাসতে বাচিনা,এবার থামো হাচিনা...
বিষয়: বিবিধ
১২৫৯ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন