বাংলাদেশী জনগণ হলো ভারবাহী গাধা

লিখেছেন লিখেছেন আহাম্মেদ খালিদ ২২ এপ্রিল, ২০১৩, ০৩:৩২:৪৮ দুপুর

আজ স্বাধীনতা,স্বাধীকার,মানবাধিকার,সন্ত্রাস এসব কিছুরই সংগা শক্তি নির্ভর হয়ে উঠেছে। শক্তিমানরা এসবের যে সংগা দেয় সেটাই অনুসরণীয় হয়ে উঠে। শাহবাগীদের আন্দোলন গণতান্ত্রীক আর হেফাজতের আন্দোলন সন্ত্রাসী কার্যকলাপ! আল্লাহ নবীর দুশমনকে বলা হচ্ছে শহীদ! আর আল্লাহ,নবীজির দুশমনদের প্রতিবাদ কারীরা সন্ত্রাসী!

আসলে বর্তমানের বাংলাদেশী জনগণ হলো ভারবাহী গাধার মতো। তারা শুধু ভার বহনকারী,ভার নির্ধারনের নিয়ন্ত্রনের কোন সুযোগ তাদের নেই।

শুধু বাংলাদেশ কেন? সারা বিশ্ব জোরেই চলছে একই ঘটনা। বার্মার সুচি'র আন্দোলনকে বলা হলো গণতান্ত্রীক আর আলজেরিয়ার আব্বাস মাদানীর আন্দোলন সন্ত্রাসী কর্মকান্ড। সুচি'কে দেয়া হলো নোবেল আর আব্বাস মাদানী পেল জেল আর জুলুম। পূর্ব তীমুরের আন্দোলনকে বলা হলো স্বাধীনতা সংগ্রাম আর কাশ্মীর ও ফিলিস্তিনের আন্দোলকে বলা হচ্ছে মৌলবাদী জঙ্গী সন্ত্রাসবাদ...

সব মুসলমান যেদিন ন্যায়ের প্রতিষ্ঠা ও অন্যায়ের প্রতিরোধের সংগ্রামকে তাদের সৌভাগ্য মনে করবে,সেদিন গোটা দুনিয়ার মুসলমানদের জীবন থেকে অন্ধকারের অমানিশা কেটে যাবে...

বিষয়: বিবিধ

১৮৭২ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File