আমি ফরিদ মিঞা
লিখেছেন লিখেছেন ফরিদ মিঞা ০২ এপ্রিল, ২০১৩, ০১:৩১:৪৪ দুপুর
আস সালামু আলাইকুম
ব্লগ, ব্লগিং ও ব্লগার নিয়ে চলছে মহা ক্যাচাল। বিগত কয়েক বছরের ব্লগিং ও ফেসবুকিং এর মাধ্যমে বুঝতে পেরেছি যে, জানা ও জানানোর জন্য ব্লগ একটি বিশাল মাধ্যম। যা একই সাথে লেখক ও পাঠক কে পরস্পরের কাছাকাছি নিয়ে আসে। ভাব বিনিময়ের এক অনন্য মাধ্যম, যা প্রিন্ট মিডিয়ায় সম্ভব হয় না কখনো। তথাপি কাগজের স্বাদ এখানে মিলে না। নতুন বই বা যে কোন বই হাতে পড়ার যে সুখ ও শান্তি তা এখানে পাওয়া যায় না।
কয়েকদিনের চিন্তা ভাবনার পর অবশেষে এই ব্লগে একটি একাউন্ট করলাম। আশা করছি আপনাদের সহযোগিতায় কিছু প্রাণবন্ত সময় কাটাতে পারব।
একজন নতুন আগন্তুক হিসেবে একটি গোলাপ আপনাদের জন্য উপহার স্বরুপ দিলাম।
হ্যাপি ব্লগিং...
বিষয়: বিবিধ
১১২৩ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন