...তবে একজন আসিফ মহিউদ্দীনের সাথে আপনার তফাত কোথায়?

লিখেছেন লিখেছেন ফরিদ মিঞা ২১ এপ্রিল, ২০১৩, ০৩:২২:৫৭ দুপুর

বিকৃত মানসিকতা নিয়ে সত্য ও সুন্দরের প্রচার করা যায় না। এক দিকে দাবী করবেন ইসলাম শাশ্বত, সত্য, সুন্দর এবং পূর্ণাংগ জীবন বিধান! অন্যদিকে বিরুদ্ধবাদীদের জঘন্য ও কুরুচি পূর্ণ ভাষা ব্যবহার করে আক্রমণ করবেন তাতো হয় না। এর দ্বারা অনলাইনে ইসলাম অবমাননার পথ বন্ধ হবে না, হচ্ছে না। বরং জিঘাংসা ছড়িয়ে পড়ছে এর পরতে পরতে।

ব্লগ ও ফেসবুকে অনেক কেই দেখছি জাফর ইকবাল, ব্যারিষ্টার তানিয়া আমির, ইমরান এইচ সরকার, আরিফ জেবতিক, অমি রহমান পিয়াল সহ অন্যান্য ব্লগার ও ব্যক্তিদের 'বাহারি স্টাইলে' আক্রমণ করছেন! বিভিন্ন ফটোশপ ছবিতে তাদের কে বিকৃতভাবে উপস্থাপন করে ইসলাম প্রতিষ্ঠা করে ফেলছেন! বিভিন্ন গালির ফুল ফুটিয়ে ইসলাম প্রচার করছেন! কোথায় পেয়েছেন এই সবের বৈধতা? বিকৃত ছবি বানিয়ে, পোষ্ট করে, লাইক ও শেয়ার দিয়ে উত্তেজনার সাময়িক প্রশমন হয় বটে, কিন্তু হিংসা ও বিদ্বেষের যে বিষ-বাষ্প ছড়িয়ে যাচ্ছে সেই দিকে হুঁশ আছে কারও? যারা নবী-রাসূল (সা.) ও সাহাবাদের শানে নানান কটুক্তি করছে তাদের কোন নীতি নেই বলেই তারা এই সব করে যাচ্ছে। কিন্তু আপনার তো নীতি আছে, আপনি নিজেকে কুরআন ও হাদীস জানা জ্ঞানী মনে করেন! তো আপনি কেন এই সব করছেন? এর কোন ব্যাখা আছে আপনার কাছে? যদি না থাকে তবে একজন আসিফ মহিউদ্দীনের সাথে আপনার তফাত কোথায়?

যারা ব্লগ ও ফেসবুক তথা অনলাইনে ইসলামের খেদমদগার বলে পরিচয় দেন, তাদের এই কথা মনে রাখা উচিত জ্ঞান যতই থাকুক আপনার, ভাষার সৌন্দর্য না থাকলে সেই জ্ঞান সিন্দুকে রাখা সম্পদের মতই

সুতরাং ব্লগ ও ফেসবুকে কোন ভাষা ব্যবহার করছেন, কি শেয়ার করছেন, কি লাইক দিচ্ছেন, ছবিতে কি বলা হচ্ছে তা একটু চিন্তা করে দেখুন, প্লিজ। আল্লাহর দোহাই লাগে...

ফরিদ মিঞা

বিষয়: বিবিধ

১৭৮৮ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File