তুমি শুনেছ কি?
লিখেছেন লিখেছেন ফরিদ মিঞা ১৯ এপ্রিল, ২০১৩, ০৬:৪২:৫০ সন্ধ্যা
নীল আকাশের নিচে এই পৃথিবী!
আর পৃথিবীর পরে ঐ নীলাকাশ!
তুমি দেখেছ কি?
আকাশ! আকাশ!
শুধু নীল, ঘণ নীল নীলাকাশ!
সেই নীল মুছে দিয়ে আসে রাত;
পৃথিবী ঘুমিয়ে পড়ে...
তুমি দেখেছ কি?
তুমি রাতের সেই নীরবতা দেখেছ কি?
শুনেছ কি রাত্রির কান্না?
বাতাসে বাতাসে বাজে...
তুমি শুনেছ কি?
নিবিড় আঁধার!
নেমে আসে ছায়াঘণ কালো রাত!
কলরব-কোলাহল থেমে যায়;
নিশীথ প্রহরী জাগে...
তুমি দেখেছ কি?
এই বেদনার ইতিহাস শুনেছ কি?
দেখেছ কি মানুষের অশ্রু?
শিশিরে শিশিরে ঝরে...
তুমি দেখেছ কি?
অসীম আকাশ!
তারি নিচে চেয়ে দেখ, ঘুমায় মানুষ!
জাগে শুধু কত ব্যথা-হাহাকার,
ছোট ছোট মানুষের ছোট ছোট আশা;
কে রাখে খবর তার?
তুমি দেখেছ কি?
আর শুনেছ কি মানুষের কান্না
বাতাসে বাতাসে বাজে
তুমি শুনেছ কি?
- হেমন্ত মুখোপাধ্যায়
হেমন্ত মুখোপাধ্যায় লাইভ
বিষয়: বিবিধ
২৯৪৬ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন