আহলে হাদীস মুরাদ বিন আমজাদের জঘন্য মিথ্যাচারিতা-১

লিখেছেন লিখেছেন হঠাৎ এসে যাবে মউত ০৭ এপ্রিল, ২০১৪, ০৩:৩১:৫৮ দুপুর

বিসমিল্লাহির রহমানির রহীম

সর্বাবস্থায় আল্লাহর প্রশংসা। অসংখ্য সলাত ও সালাম নাযিল হোক প্রিয় নবীর উপর।

নীচের ভিডিওটি দেখে বিস্ময়ে হতবাক হয়ে যেতে হয়। এভাবেও কোন শায়েখ মিথ্যাচার করতে পারে। সবাই ভালো করে দেখে রাখুন। সাক্ষী থাকুন। বেশী করে প্রচার করুন। এত্ত বড় জঘন্য মিথ্যাবাদীদের মুখোশ উম্মোচন করে দিন।কারো প্রতি কোন বিদ্বেষ ছড়ানো নয় বরং সত্য প্রকাশ করার জন্য এবং একজন মৃৎ আলেমের সম্মান রক্ষা করার জন্য এই প্রচেষ্টা।যেটা নাকি আমাদের ঈমানী কর্তব্য।

শায়েখ মুরাদ বিন আমজাদের জঘন্য মিথ্যাচার-১




বিষয়: বিবিধ

১৭২৫ বার পঠিত, ১৮ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

203856
০৭ এপ্রিল ২০১৪ বিকাল ০৪:২১
হারিয়ে যাবো তোমার মাঝে লিখেছেন : সত্যি অবাক হওয়ার মতই । কেউ এভাবে মিথ্যাচার করতে পারে হায় আল্লাহ ! আল্লাহ তুমি সবাইকে হেদায়েত দাও
০৭ এপ্রিল ২০১৪ সন্ধ্যা ০৭:১৪
153154
হঠাৎ এসে যাবে মউত লিখেছেন : আমিন। জাজাকাল্লহ।
203918
০৭ এপ্রিল ২০১৪ বিকাল ০৫:৩৫
ডাহুকী লিখেছেন : আমি যতটুকো জানি তা হলো তাগুত বলতে এমন শাসককে বোঝানো হয় যে আল্লাহর আইন বাদ দিয়ে অন্য আইন দিয়ে বিচার ফায়সালা করে। ইবনে কাশীরে সুরা বাকারার ২৫৬ নং আয়াতে তাগুত অর্থ শয়তান বলা হয়েছে। মূর্তি বলা হয়নি। সব মুসলমানরে ঐক্য চাই ।
০৭ এপ্রিল ২০১৪ সন্ধ্যা ০৭:১৩
153153
হঠাৎ এসে যাবে মউত লিখেছেন : ছি! ছি! ছি!

যারা আরবী জানেনা তাদেরকে আবার নাস্তিকদের মত কৌশল করে বিভ্রান্ত করতে এসেছেন।
নীচের চিত্রে দেখুন প্রথম লাইনে যেই তিনটি অর্থ করা হয়েছে তাতে মাঝের অর্থটি আছে আউছান, যেটার নীচে দাগ দেয়া আছে। এই আউছান অর্থ মূর্তি , প্রতিমা




204079
০৭ এপ্রিল ২০১৪ রাত ০৯:৫৪
হাবিবুল্লাহ লিখেছেন : ভালো লাগলো অনেক ধন্যবাদ
০৭ এপ্রিল ২০১৪ রাত ০৯:৫৮
153237
হঠাৎ এসে যাবে মউত লিখেছেন : আপনাকেও অনেক জাজাকাল্লাহ।
204234
০৮ এপ্রিল ২০১৪ সকাল ০৫:২৬
204299
০৮ এপ্রিল ২০১৪ সকাল ১০:০৪
ডাহুকী লিখেছেন : ইবনে কাশীরে সুরা বাকারার ২৫৬ নং আয়াতে তাগুত অর্থ শয়তান বলা হয়েছে। মূর্তি বলা হয়নি। আমি বাংলা অনুবাদ পড়েছি।আর আপনি যে আরবী অনুবাদ দিয়েছেন তাতেও শুধু মূর্তি বলা হয়নি। শুধু মূর্তি বললে তাগুত (বাতিল উপাস্য) এর পুরো অর্থ প্রকাশ হয়না। আসুন আমরা সবাই পবিত্র কোরানের তালিম করি। আল্লাহর পক্ষ থেকে নাযিলকৃত ওহী মানুষের নিকট পোৗছে দেওয়ার নামই তাবলীগ। এখন আমাদের দেখতে হবে আমরা কি পোৗছে দিচ্ছি ? কোরান নাকি অন্য কিছু ? আপনাকে অনেক ধন্যবাদ।
০৮ এপ্রিল ২০১৪ সন্ধ্যা ০৭:২৬
153642
হঠাৎ এসে যাবে মউত লিখেছেন : ভিডিওর বক্তা কি বলেছেন তাগুতের অর্থ শুধু মূর্তি বা প্রতিমা? ৫/৬টি অর্থ তাফসীরের কিতাবগুলোতে পাওয়া যায়। সেগুলোর মধ্যে একটি অর্থ হলো মূর্তি বা প্রতিমা।
204300
০৮ এপ্রিল ২০১৪ সকাল ১০:০৯
ইমরান ভাই লিখেছেন : আপনি সরাসরি আহলে হাদিস বলে যাকে সম্মধোন করেছেন সেই শায়খ মুরাদ বিন আমজাদ কিন্তু নিজেকে আহলে হাদিস বলেন না। তাই আপনার কথার প্রথমেই "আহলে হাদীস মুরাদ বিন আমজাদের জঘন্য মিথ্যাচারিতা-১" এটা উদ্দেশ্য প্রনিত মনে হচ্ছে।
মুরাদি বিন আমজাদ নিজেকে আহলে হাদিস বলেননা তা এখানে দেখুন তিনি নিজেকে মুসলিম বলেন

তবে এটা ঠিক মানুষ মাত্রই ভুল করে তবে সেই উত্তম যে তওবা করে। তাই তিনি কোন ভুল করলে তাকে ধরিয়ে দেয়ার অনুরোধ করবো।

তবে তার এই লেকচার গুলো কিন্তু যথেস্ট প্রমান বহন করে। তার এই লেকচার গুলো দেখে মুসলিমরা শিক্ষা নিতে পারে।
QURAN vs Fazel-e-amal. part-2
মসজিদে শিরক-বিদাআতী কিতাব
ইলিয়াছি তাবলিগ জামাত থেকে সাবধান
০৮ এপ্রিল ২০১৪ সকাল ১১:৪৪
153427
ডাহুকী লিখেছেন : @ ইমরান ভাই, আপনাকে অনেক ধন্যবাদ।
204305
০৮ এপ্রিল ২০১৪ সকাল ১০:২৩
ডাহুকী লিখেছেন : ইবনে কাশীরের সুরা বাকারার ২৫৬ নং আয়াতের বাংলা অনুবাদ এবং ব্যাখ্যা দিলাম।
০৮ এপ্রিল ২০১৪ বিকাল ০৪:৩৪
153531
ইমরান ভাই লিখেছেন : ডাহুকী, এদেরকে বোঝাতে পারবেন না কেননা এনারা জামিআতুল ফ্যাসাদ পার্টি।
204306
০৮ এপ্রিল ২০১৪ সকাল ১০:২৪
ডাহুকী লিখেছেন : ইবনে কাশীরের সুরা বাকারার ২৫৬ নং আয়াতের বাংলা অনুবাদ এবং ব্যাখ্যা দিলাম।
204309
০৮ এপ্রিল ২০১৪ সকাল ১০:২৭
ডাহুকী লিখেছেন :
০৮ এপ্রিল ২০১৪ সন্ধ্যা ০৭:২৩
153641
হঠাৎ এসে যাবে মউত লিখেছেন : যে ব্যাক্তিপ্রতিমা -এটা কি?
১০
214314
২৮ এপ্রিল ২০১৪ দুপুর ০১:৩৫
সুমাইয়া হাবীবা লিখেছেন : খামোখা ক্যাচাল! Frustrated Frustrated তাগুত আর প্রতিমা এক হোক আর না হোক দুইটাই পরিত্যাজ্য! কোনটারই ইসলামে জায়গা নাই! কথা হলো সেটা! Loser Loser
১১
276637
২১ অক্টোবর ২০১৪ সকাল ০৯:৪১
চলাচল লিখেছেন : তাগুতের পাচটি প্রধান প্রকারের মাঝে একটি হল এমন শাসক যারা আল্লাহর আইনের বিরুদ্ধে আইন তৈরী করে {যেমন: আমাদের প্রাণপ্রিয় একটি (মুসলিম) দেশের মহিলা স্বৈরশাসক, থুক্কু প্রধানমন্ত্রী}। {সুতরাং, স্কলারলী মতানুযায়ী তিনি তাগুত।}

এখন কেউ যদি তাগুতের অন্যান্য অর্থ বাদ দিয়ে ঐ আয়াতের অর্থ/তাফসীর এভাবে লেখে যে: " যে ব্যক্তি '(ঐ স্বৈরশাসকের নাম বসিয়ে নিন)'কে অবিশ্বাস করে এবং ......" ইত্যাদি, তাহলে তা সঠিক অর্থ/তাফসীর হবে আপনার মত অনুযায়ী - কি বলেন?

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File