আহলে হাদীস মুরাদ বিন আমজাদের জঘন্য মিথ্যাচারিতা-১
লিখেছেন লিখেছেন হঠাৎ এসে যাবে মউত ০৭ এপ্রিল, ২০১৪, ০৩:৩১:৫৮ দুপুর
বিসমিল্লাহির রহমানির রহীম
সর্বাবস্থায় আল্লাহর প্রশংসা। অসংখ্য সলাত ও সালাম নাযিল হোক প্রিয় নবীর উপর।
নীচের ভিডিওটি দেখে বিস্ময়ে হতবাক হয়ে যেতে হয়। এভাবেও কোন শায়েখ মিথ্যাচার করতে পারে। সবাই ভালো করে দেখে রাখুন। সাক্ষী থাকুন। বেশী করে প্রচার করুন। এত্ত বড় জঘন্য মিথ্যাবাদীদের মুখোশ উম্মোচন করে দিন।কারো প্রতি কোন বিদ্বেষ ছড়ানো নয় বরং সত্য প্রকাশ করার জন্য এবং একজন মৃৎ আলেমের সম্মান রক্ষা করার জন্য এই প্রচেষ্টা।যেটা নাকি আমাদের ঈমানী কর্তব্য।
শায়েখ মুরাদ বিন আমজাদের জঘন্য মিথ্যাচার-১
বিষয়: বিবিধ
১৭২৩ বার পঠিত, ১৮ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
যারা আরবী জানেনা তাদেরকে আবার নাস্তিকদের মত কৌশল করে বিভ্রান্ত করতে এসেছেন।
নীচের চিত্রে দেখুন প্রথম লাইনে যেই তিনটি অর্থ করা হয়েছে তাতে মাঝের অর্থটি আছে আউছান, যেটার নীচে দাগ দেয়া আছে। এই আউছান অর্থ মূর্তি , প্রতিমা
মুরাদি বিন আমজাদ নিজেকে আহলে হাদিস বলেননা তা এখানে দেখুন তিনি নিজেকে মুসলিম বলেন
তবে এটা ঠিক মানুষ মাত্রই ভুল করে তবে সেই উত্তম যে তওবা করে। তাই তিনি কোন ভুল করলে তাকে ধরিয়ে দেয়ার অনুরোধ করবো।
তবে তার এই লেকচার গুলো কিন্তু যথেস্ট প্রমান বহন করে। তার এই লেকচার গুলো দেখে মুসলিমরা শিক্ষা নিতে পারে।
QURAN vs Fazel-e-amal. part-2
মসজিদে শিরক-বিদাআতী কিতাব
ইলিয়াছি তাবলিগ জামাত থেকে সাবধান
এখন কেউ যদি তাগুতের অন্যান্য অর্থ বাদ দিয়ে ঐ আয়াতের অর্থ/তাফসীর এভাবে লেখে যে: " যে ব্যক্তি '(ঐ স্বৈরশাসকের নাম বসিয়ে নিন)'কে অবিশ্বাস করে এবং ......" ইত্যাদি, তাহলে তা সঠিক অর্থ/তাফসীর হবে আপনার মত অনুযায়ী - কি বলেন?
মন্তব্য করতে লগইন করুন