কে আর বুঝিবে হায় এ দেশের বাণী? - মহা কবি কায়কোবাদ
লিখেছেন লিখেছেন খাস খবর ৩০ আগস্ট, ২০১৪, ০৬:৩৯:৩৭ সকাল
।। মো. অহিদুজ্জামান।।
মহা কবি কায়কোবাদ ১৮৫৭ সালে ঢাকা জেলার নওয়াবগঞ্জের আজিয়া পূর্ব পাড়া গ্রামে জন্ম গ্রহণ করেন। মূলত তাঁর নাম আল কাজেম আল কুরেশী। লেখক হিসেবে তিনি কায়কোবাদ নামে অধিক পরিচিত। তিনি ১৯৫১ সালে ইন্তেকাল করেন। দেশের বাণী শিরোনামে এই কবিতাটি লিখেছিলেন প্রায় ৮-৯ দশক পূর্বে। কিন্তু এই কবিতার প্রতিটি লাইন সোনার বাংলার জন্য আজ চিরসত্য। স্বাধীনতার ৪০ বছর পর এটাই আজ বাস্তবতা।
কে আর বুঝিবে হায় এ দেশের বাণী?
এ দেশের লোক যারা,
সকলইতো গেছে মারা,
আছে শুধু কতগুলি শৃগাল শকুনি!
সে কথা ভাবিতে হায়
এ প্রাণ ফেটে যায়,
হৃদয় ছাপিয়ে উঠে - চোখ ভরা পানি।
কে আর বুঝিবে হায় এ দেশের বাণী!
এ দেশের লোক যত
বিলাস ব্যসনে রত
এ দেশের দুঃখ কিছু নাহি বুঝে তারা।
দেশ গেল ছারেখারে,
এ কথা বলিব কারে?
ভেবে ভেবে তবু মোর হয়ে গেছে সারা!
প্রাণভরা হাহাকার
চোখ ভরা অশ্রুধার,
এ হৃদি যে হয়ে গেছে মরুভূমি-পারা!
বিষয়: রাজনীতি
১২৩৭ বার পঠিত, ৬ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন