কে আর বুঝিবে হায় এ দেশের বাণী? - মহা কবি কায়কোবাদ

লিখেছেন লিখেছেন খাস খবর ৩০ আগস্ট, ২০১৪, ০৬:৩৯:৩৭ সকাল



।। মো. অহিদুজ্জামান।।

মহা কবি কায়কোবাদ ১৮৫৭ সালে ঢাকা জেলার নওয়াবগঞ্জের আজিয়া পূর্ব পাড়া গ্রামে জন্ম গ্রহণ করেন। মূলত তাঁর নাম আল কাজেম আল কুরেশী। লেখক হিসেবে তিনি কায়কোবাদ নামে অধিক পরিচিত। তিনি ১৯৫১ সালে ইন্তেকাল করেন। দেশের বাণী শিরোনামে এই কবিতাটি লিখেছিলেন প্রায় ৮-৯ দশক পূর্বে। কিন্তু এই কবিতার প্রতিটি লাইন সোনার বাংলার জন্য আজ চিরসত্য। স্বাধীনতার ৪০ বছর পর এটাই আজ বাস্তবতা।

কে আর বুঝিবে হায় এ দেশের বাণী?

এ দেশের লোক যারা,

সকলইতো গেছে মারা,

আছে শুধু কতগুলি শৃগাল শকুনি!

সে কথা ভাবিতে হায়

এ প্রাণ ফেটে যায়,

হৃদয় ছাপিয়ে উঠে - চোখ ভরা পানি।

কে আর বুঝিবে হায় এ দেশের বাণী!

এ দেশের লোক যত

বিলাস ব্যসনে রত

এ দেশের দুঃখ কিছু নাহি বুঝে তারা।

দেশ গেল ছারেখারে,

এ কথা বলিব কারে?

ভেবে ভেবে তবু মোর হয়ে গেছে সারা!

প্রাণভরা হাহাকার

চোখ ভরা অশ্রুধার,

এ হৃদি যে হয়ে গেছে মরুভূমি-পারা!

বিষয়: রাজনীতি

১২৫২ বার পঠিত, ৬ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

259530
৩০ আগস্ট ২০১৪ সকাল ০৬:৫০
বুড়া মিয়া লিখেছেন : তাদের যুগেও এমন অবস্থা ছিলো মনে হচ্ছে ...
259534
৩০ আগস্ট ২০১৪ সকাল ০৭:২০
টাংসু ফকীর লিখেছেন : অনেক ধন্যবাদ
259539
৩০ আগস্ট ২০১৪ সকাল ০৭:৫৩
মামুন লিখেছেন : ভালো লাগলো। ধন্যবাদ।
259551
৩০ আগস্ট ২০১৪ সকাল ০৮:২১
কাহাফ লিখেছেন : তবুও হুশ ফিরে আসছে না ..............
259610
৩০ আগস্ট ২০১৪ দুপুর ১২:৫০
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : রাজনৈতিক স্বাধিনতা অর্জন করেও আমরা সাংস্কৃতিক স্বাধিনতাকে নিজেরাই নষ্ট করছি।
259880
৩১ আগস্ট ২০১৪ রাত ০৪:৪২
শেখের পোলা লিখেছেন : সত্যই শোনার মানুষ নাই৷ধন্যবাদ৷

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File