সাংবাদিক সমাজের কাছে আবদুল কাদের মোল্লা

লিখেছেন লিখেছেন খাস খবর ১৫ ডিসেম্বর, ২০১৩, ০৯:৩৪:৫৫ রাত

।।মো. অহিদুজ্জামান।।

সাদাসিদে সরল সহজ মনের মানুষ ছিলেন আবদুল কাদের মোল্লা। ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে) ও জাতীয় প্রেস ক্লাবের সদস্য ছিলেন তিনি। এ কারণে সাংবাদিক সমাজের সাথে তাঁর একটা ভালো সম্পর্ক ছিল। ডিইউজে এবং প্রেস ক্লাবের নির্বাচনে স্বতঃস্ফুর্তভাবে ভোট দিতে দেখেছি। আওয়ামী লীগ সমর্থিত প্যানেলের প্রার্থীদেরকেও তাঁর কাছে ভোট চাইতে দেখেছি।শুধু ভোট চাওয়া নয় তিনি ব্যাক্তিগত সম্পর্কের কারণে অনেককে ভোট দিয়েছেন বলে জানি। এরপ্রমাণ হিসেবে স্বপন সাহার কাছে জানা যেতে পারে। বলাবাহুল্য যে তিনি অবিভক্ত ডিইউজে'র নির্বাচিত সহসভাপতি ছিলেন। তাঁর সাথে দু'ভাগে বিভক্ত সাংবাদিকদের সকলের সাথেই ভালো সম্পর্ক ছিল।আমি একদিন প্রায়াত নির্মল দা'র (নির্মল সেন)কাছে কৌতুহল বশতঃ জানতে চেয়েছিলাম- ''দাদা আপনি কেন কাদের মোল্লার সাথে গভির সম্পর্ক রাখেন?'' তিনি উত্তরে বলেছিলেন- ''কাদের মোল্রা রাজাকার নয়।এটা রাজনৈতিক কারণে বলা হয়। কাদের মোল্লা আমার এলাকার মানুষ।আর সেতো আমার সাথেই সাংবাদিক ইউনিয়ন করেছে।'' হয়তো দাদা বেঁচে থাকলে একথা আজ প্রমাণ করা যেতো। কিন্তু প্রবীন সাংবাদিক এবিএম মুসা ভাই বেঁচে আছেন।এখন তিনিও আওয়ামী সমর্থিত ইউনিয়নের সদস্য। তাঁর কাছে এসবের সত্যতা জানা যেতে পারে। বেঁচে আছেন গোলাম সরোয়ার, তোয়াব খান সহ অনেকেই। হালে শুদ্ধচারি(?) সাংবাদিকতার দাবিদার মঞ্জুরুল আহসান বুলবুল সহ আ'লীগ দলকানাদের কাছে জানা যেতে পারে- কাদের মোল্লা যখন প্রেস ক্লাবে আসতেন তখন তার সাথে কে কে একটেবিলে বসে খেয়েছে, গল্প করেছে এবং ভালো সম্পর্ক রেখেছে।কাদের মোল্লার মাধ্যমে জামায়াত পরিচালিত হাসপাতালে ফ্রি চিকিৎসা নেয়া সহ কিছু আর্থিক সুবিধা নেয়ার জন্যই কী কসাই কাদেরের(?) সঙ্গে জেনেশুনে তারা সম্পর্ক রেখেছিল? অসংখ্যবার দেখেছি কাদের মোল্লা যখন প্রেস ক্লাবে আসতেন তাঁর কাছে আ'লীগ সুবিধাভোগিরাই তাঁকে গিরে সাপের মত কুণ্ডলি পাকিয়ে থাকত। বিএনপি-জামায়াত পন্থিরা অতটা পাত্তা পেতো না। দু-চারজন পাত্তা পেলেও সুযোগ পেতো না তার কাছে যেতে।

মোল্লা সাহেব মূলত সদালাপি বন্ধুবাৎসল মানুষ ছিলেন। বিজ্ঞানে তাঁর অসাধারণ জ্ঞান ছিল। সিনিয়র সাংবাদিক সৈয়দ মাহমুদ ভাই কাদের মোল্লাকে যথেষ্ট পছন্দ করতেন। মাহমুদ ভাই জামায়াতকে পছন্দ না করলেও মোল্লাকে শুধু পছন্দ করেন পদার্থ বিজ্ঞানে তাঁর অসাধারণ দক্ষতার কারণে।আর এর কারণ হচ্ছে- মাহমুদ ভাইয়ের ছোট মেয়েটা বুয়েট থেকে পদার্থ বিজ্ঞানে এমএস করেছে। তাই মাহমুদ ভাই তার মেয়ের কাছে জেনেছেন মোল্লা সাহেব বুয়েটের একজন শিক্ষকের চেয়ে কম জানতেন না।

বিষয়: রাজনীতি

১৬০০ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File