হেফাজতে ইসলামের সঙ্গে আওয়ামী লীগের গোপন চুক্তিঃ দেশের ১৬ কোটি মানুষ শেখ হাসিনার খেলার পুতুল
লিখেছেন লিখেছেন খাস খবর ১২ এপ্রিল, ২০১৩, ০১:৪৯:১০ রাত
মো. অহিদুজ্জামান
কিস্তি-১
আওয়ামী লীগের সঙ্গে হেফাজতে ইসলামের নেতারা গোপন আতাতের ভিত্তিতেই মাঠে নেমেছিল। এমন চাঞ্চল্যকর খবর বেড়িয়েছে। এই খবরের ভিত্তির পিছনে যে তথ্যপ্রমাণ রয়েছে তাতে যুক্তিযুক্ত বলেই গ্রহণ করছে রাজনৈতিক বিশ্লেষকরা।
তবে প্রশ্ন উঠতে পারে এই আতাতে কার কী লাভ হবে। অবস্থাদৃষ্টে মনে হয় আওয়ামী লীগই লাভবান হচ্ছে। কারণ শেখ হাসিনা বেশ ভালোকরেই জানে আগামী নির্বাচন ফেয়ার, ফ্রি ও নিরপেক্ষ হলে তার দলের ৮০ ভাগ প্রার্থী জামানত হারাবে। কারণ ২০০৯ সালে ক্ষমতায় আসার পর ২ মাসের মধ্যে সেনাবাহিনীকে ধ্বংস করতে সক্ষম হয়েছে খুব সহজ ভাবে। বিডিআর ধ্বংস পুরোটাই। মুলত সীমান্ত এখন অরক্ষিত নয়, পুরোটাই ওপেন। দেশের মানুষ তাদের শ্রেষ্ঠ সন্তানদের হারানো শোকের ধকল কাটিয়ে ওঠার আগেই শেয়ার বাজার ধ্বংসের খবর বেরিয়েছে। ৩৩-৪০ লাখ তরুণ উদ্যোক্তা যখন আত্নহত্যার পথ বেঁচে নিচ্ছে তখন প্রতিদিনই পদ্মা সেতু হওয়ার স্বপ্ন দেখানো হতো। রেমিটেন্সের জোয়ার বইছে মিথ্যা তথ্য দিয়ে গোয়েবলসকে হার মানিয়েছে। কৌটিলের সূত্র অনুযায়ী নতুন নতুন মিথ্যা হাজির করে মানুষের মাঝে একটি চানৈক্য ভাব জাগিয়ে রেখেছে। তলে তলে পদ্মাসেতু গিলে খেয়েছে। হঠাৎ বেড়িয়ে গেল ব্যাংক লুটের খবর। ডেসটিনি,হলমার্ক- এর মাধ্যমে সোনালী, রূপালী, অগ্রণী সহ বেসরকারি ব্যাংকও বাদ রাখেনি। এরপর একেরপর এক বের হতে লাগলো লুটের খবর। বোনের পাসেন্টেজের খবর। ছেলের দূতিয়ালীর মাধ্যমে লাখ লাখ কোটি টাকার লুটপাট। মাঝখানে ভুয়া সেনা অভ্যুত্থানের খবর দিয়ে আন্তর্জাতিক অঙ্গনকে ডাইভার্ট করেছে। পদ্মাসেতু লুটের ঘটনা ধামাচাপা দেয়ার জন্য এটা ছিল একটি পরিকল্পিত হাতিয়ার। শেখ হাসিনার হাতের তুরুপের তাস প্রায় শেষ। আরো দুয়েকটি যা রয়েছে তা ছাড়বে সর্বশেষে। ফলে হেফাজতে ইসলামকে মাঠে নামানোটাও একটি তাৎক্ষণিক ব্যবস্থা। এদিকে বিদেশে ছেলে-মেয়ের সম্পদের পাহাড় গড়ে তোলার খবর বের হওয়ার অপেক্ষায় রয়েছে। সেজন্য আন্তর্জাতিক সম্প্রদায়কে বোঝানো হচ্ছে- যদি আওয়ামী লীগ ক্ষমতায় না থাকে তাহলে বাংলাদেশ মৌলবাদীর অভায়রণ্য হবে।
২য় কিস্তি আগামী কাল
বিষয়: বিবিধ
২৩৫৩ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন