প্রয়াত অভিজিৎ রায় নিয়ে কিছু কথা:

লিখেছেন লিখেছেন আবু জুমাইনাহ ২৮ ফেব্রুয়ারি, ২০১৫, ০২:১৭:৪৬ রাত

নির্মমভাবে হত্যা করা হয়েছে বিতর্কিত এই লেখক আর ব্লগারকে।নিথর দেহ রাস্তায় পড়ে আছে আর সাহায্যের জন্য ছোটাছুটি করছেন তার রক্তার্ত স্ত্রী।ভয়াবহ মন খারাপ করার মত দৃশ্য।

সামাজিক মাধ্যমে অনেককেই এই দৃশ্য দেখে উল্লাস করতে দেখি। সুখী হতে দেখি। অশ্রাব্য ভাষায় গালি দিতে দেখি।রক্ত দেখে হাসতে দেখি।



তখন মনে এক কঠিন আর জঠিল প্রশ্ন জাগে!!

রাহমাতুল্লিল 'আলামীন সায়্যিদানা মুহাম্মদ (সাল্লাল্লাহু 'আলাইহি ওয়া সাল্লাম) অশ্রাব্য ভাষার ব্যবহারকারী-অতি উল্লাসী উনার এই উম্মাতিদের সাথে কিয়ামতের দিন কি ব্যাবহার করবেন?

হাসি মুখে জড়িয়ে ধরবেন? খুব বাহবা দিবেন? না তাদের ঠেলে দূরে সরিয়ে দিবেন?

এই প্রশ্নের উত্তর হয়তো সবারই জানা।

তারপরও কেনো বিচিত্র আর সুন্নাহর বিপরীত আমাদের আখলাক্ব??

আমি খুব ভালো ভাবেই জানি এই অভিজিৎ রায় কে ছিল।

আমি তার লেখা আর কাজের সাথে পরিচিত।

তার বিশ্বাসের সাথে আমার বিশ্বাসের যে কি পরিমান অমিল, তা কেবল আমার আল্লাহ তা'আলাই জানেন।

এতটুকু পড়ার পরও অনেকেই হয়ত আমার সাথে একমত হবেন না।তারপরও আপনার ভিন্নমতকে আমি শ্রদ্বা করি।কারন অন্যর মতকে সম্মান দেখানো আমার প্রিয় নবী সাল্লাল্লাহু 'আলাইহি ওয়া সাল্লামের সুন্নাহ।

শেষকথা; জীবিত আর মৃতদের বিচারের দায়দায়িত্ব আল্লাহ তা'আলার।

আর নি:সন্দেহে আল্লাহ সুবহানাহু তা'আলাই সবচেয়ে বড় ন্যায় বিচারক।


আল্লাহু মুসতা'আন।

বিষয়: বিবিধ

১৩২৪ বার পঠিত, ৫ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

306439
২৮ ফেব্রুয়ারি ২০১৫ রাত ০২:৪০
মায়াবন বিহারিণী হরিণী লিখেছেন : [bনা ভাই, যত কিছুই বলেন্না ক্যান আজকের বিশ্ব সন্ত্রাসের বিষফোঁড়া/গডফাদার নবী মোহাম্মদ স্বয়ং।[/b]

Bukhari (52:220) - Allah's Apostle said... 'I have been made victorious with terror'

Muslim (1:30) - "The Messenger of Allah said: I have been commanded to fight against people so long as they do not declare that there is no god but Allah."

Bukhari (52:73) - "Allah's Apostle said, 'Know that Paradise is under the shades of swords'."
২৮ ফেব্রুয়ারি ২০১৫ সকাল ০৬:৩৩
248019
আকবার১ লিখেছেন : @মায়াবন বিহারিণী হরিণী,মুক্তিযুদ্ধের কন্যা,রায়হান রহমান,খেলাঘর বাধঁতে এসেছ,আকবার ,স্বাধীনতা,জুলিয়া,
মারিয়া
পরীবানু
মরুর মুসাফির

পরীবানু ,সততার আলো
অশ্বথমা
অপ্রতিরোধ্য স্বাধীন সমালোচক
পরমা ,নীলমণীলতা
বিলকিস লায়লা
দস্তার
রুপবান
মুক্তিযুদ্ধ ৭১
দ্রাবীড় বাঙাল
লেয়লা ইসলাম
বিলকিস
বাংলা ৭১
ভিক্টোরিয়া
হেলেনা
পল্লব প্রভাতে
খালেদ
রুশো তামজিদ
বারাংগনা
মধুবালা
সখি
ফয়সাল১
মাঝি-মাল্লা, ,
লায়লার
লায়লা০০৭
রাতুল দাস
চকো চকো
সায়েদ-রিয়াদ
বিভ্রান্ত নাবিক
ফাজিল
অপ্রতিরোধ্য স্বাধীন সমালোচক
মুক্তিযুদ্ধ ৭২
দ্রাবীড় বাঙাল
পিচ্চি পোলা
কাওসাইন হক
চাষা
jahed_ullah
নীরু
সাদা মন
সাদা মন
চোথাবাজ
আমি বিপ্লবী
সততার আলো সকাল সন্ধ্যা
এই নেরিকুত্তাকে বেন করা হোক। যার এত নিক
306441
২৮ ফেব্রুয়ারি ২০১৫ রাত ০২:৫৪
তায়িফ লিখেছেন : হযরত আনাস ইবনে মালিক রা. থেকে বর্ণিত, তিনি বলেন, উকাইল ও উরাইনা গোত্রের কিছু লোক (উরাইনা গোত্রের ৮ জন, উকাইল গোত্রের ১ জন) মদীনায় আগমন করল (ইসলাম ধর্ম গ্রহণ ও দীক্ষা লাভের জন্য), কিন্তু মদীনার আবহাওয়া তাদের উপযোগী হল না (তাদের শরীরে সাদা ফোসকা পড়েছিল)তখন রাসুল সা. তাদেরকে পাহাড়ে উটের আস্তাবলের ওখানে নিয়ে যেতে বললেন এবং তাদের উটের পেশাব ও দুধ পান করতে বললেন, অত:পর (তারা তাই করল এবং ) যখন তারা সুস্থ হয়ে উঠল তখন তারা রাসুলের রাখালকে হত্যা করল এবং উট দোহন করে দুধ পান করল, দিনের শুরুতেই সংবাদটি রাসুল সা. এর কানে এলো এবং তিনি তাদেরকে পাকড়া ও করে আনতে লোক পাঠালেন। মধ্য দিবসে তাদের ধরে আনা হল, রাসুল সা. তাদের হত্যার নির্দেশ দিলেন, ফলে বিপরীত দিক থেকে তাদের হাত পা কেটে ফেলা হল, তাদের চোখ তুলে ফেলা হল, এবং তাদের উত্তপ্ত মরুভূমিতে ফেলে রাখা হল, তারা পানি চাইছিল কিন্তু তাদের পানিও দেয়া হয়নি।
২৮ ফেব্রুয়ারি ২০১৫ রাত ০৪:১৩
248011
আবু জুমাইনাহ লিখেছেন : ভাই তায়িফ প্লিয কাইন্ডলি বলবেন কি, এ ঘটনা এখানে নিয়ে আসার কারন কি?

মাফ করবেন আপনি কি জানেন তাদের কি ঘটনার প্রেক্ষাপটে আর কি কি অপরাধের কারনে এই কঠিন শাস্তি দেয়া হয়েছিল?

জাযাকআল্লাহু খাইরান আমার লেখা পড়ার আর আপনার মতামত দেয়ার জন্য।
306448
২৮ ফেব্রুয়ারি ২০১৫ রাত ০৩:৫০
আবু জুমাইনাহ লিখেছেন : @মায়াবন বিহারিণী হরিণী: লেখা পড়া আর আপনার মতামত দেয়ার জন্য আন্তরিক ধন্যবাদ।
With due respect I must say your words are aggresive and provocative but I do respect your opinion eventhough its against my faith and firm belief. Believe in "agree to disagree". True follower of Sayyidina Muhammad is patient. I am not here to debate.
May Allah make everything easy for you. Aameen.

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File