গিফটিড এন্ড টেলেন্টিড

লিখেছেন লিখেছেন আবু জুমাইনাহ ১৪ ফেব্রুয়ারি, ২০১৫, ১১:৩৭:৫০ রাত



Gifted &Talented/গিফটিড এন্ড টেলেন্টিড:

যারা ইংল্যান্ডের এডুকেশন সিস্টেমের সাথে পরিচিত তারা স্পেশাল এডুকেশনাল নিড/SEN আর গিফটিড এন্ড টেলেন্টিড/G&T নামক দুটি টের্ম এর সাথে খুব ভালো ভাবেই পরিচিত।

উদ্দেশ্য একাডেমিক আলোচনা করা নয়। তারপরও যা বললেই নয়।

আমার খুব বিশ্বাসের একটা বিষয় যে, আল্লাহ রাব্বুল 'আলামীন এই দুনিয়াকে এগিয়ে নিয়ে যাওয়ার দায়িত্ব সবসময় G&T টাইপের মানুষের হাতে দিয়ে থাকেন।তা আমাদের সমসাময়িক মাইক্রোসফটের বিল গেটস, আপলের স্টিভ জবস বা সদ্য প্রয়াত শান্তির দূত নেলসেন মেন্ডেলাই হোন না কেন।

অনেকেই হয়ত আশ্চর্য হয়েছেন আমি কোন মুসলমানদের নাম উল্লেখ করিনি কেন??

সরি!! আসলেই দু:খিত!!

আমি মালালা, আরাবিয়ান সাম্রাজ্যের "বিখ্যাত" কিংস বা মুবারক-সিসিদেরকে না গিফটেড না টেলেন্টেড মনে করি। বরং তাদেরকে আমি _________

অনেক কথা ইচ্ছে থাকলেও বলা যায়না।

সুবহানআল্লাহ! আমাদের মাঝেও অনেকেই স্পেশাললি গিফটেড রয়েছেন।শুধু প্রয়োজন তাদের অফুরান ভালোবাসা আর উত্সাহ যুগিয়ে যাওয়া।যা আমরা কখনো করি না (ইনক্লোডিং মি)।

প্লিজ! যারা ইসলামকে জীবন বিধান হিসেবে প্রতিষ্টা করতে চান তাদেরকে বিনীত অনুরোধ; আল্লাহর ওয়াস্তে টেলেন্টিডদের/মেধাবীদের মুল্যায়ন করুন।

যেভাবে হাবিবানা রাসুলানা মুহাম্মাদ মুস্তাফা (সাHappy উনার সাহাবাদেরকে যথাযথ মুল্যায়ন করেছিলেন।

ইতিহাস সাক্ষী!!

টেলেন্টিড আর গিফটিডদের ইসলামে সম্মান দেয়ার কারনেই আমরা পেয়েছিলাম সাইয়েদিনা আবু বাকর, সাইয়েদিনা উমার, সাইয়েদিনা খালিদ বিন ওয়ালিদ ও সাইয়েদিনা সালাহউদ্দিন আইয়ূবীর মত খালিফা আর ইমামদের। যারা উম্মাতের কঠিন মুসীবতের সময় শক্তভাবে দ্বীনের হাল ধরেছেন।দ্বীন ইসলামকে আরেক উচ্চতায় রেখে গেছেন।


অন্যদিকে; আবারো একটি তরতাজা সেকিউলার উদাহরন দেই।

আজ যখন অরভিন্দ কেজরিওয়াল, কবি কুমার বিশ্বাস আর মানিশ সিসুডিয়ার মত সাধারন কিন্তু টেলেন্টিড মানুষ দিল্লীর রামলীলা ময়দানে ইন্ডিয়ার ইতিহাস নতুন করে লিখতে পেরেছে, তাহলে আমরাও পারবো যালিম শাহীর হাত থেকে মাযলুম মুসলামানদের উদ্দার করার জন্য নতুন এক তিতুমীর আর মেলকম এক্স তৈরী করতে। ইনশাআল্লাহ।

শুধু প্রয়োজন আমাদের উদীয়মান মেধাবীদের ভালোবাসা, সাপোর্ট আর সাহস যুগিয়ে যাওয়া।

নি:সন্দেহে উদাহরন ছাড়া কোন কিছুই ভালো করে বুঝানো যায়না।

শেষ করছি আমার প্রিয় পরিচিত এক অতি টেলেন্টিড/মেধাবী ভাইয়ের লেখা কবিতার কয়টি পংক্তি দিয়ে।

আজিব! এই পংক্তিগুলোকে যখন সুর দিয়ে গানে রুপান্তরিত করা হয়।তখন সেই গান শুনে পানি চলে আসে আমার মতো লাখো বনি আদমের চোখে।

কে সে জনা?? তা খুজে বের করার দায়িত্ব আপনার্। আশা করি কাজটা খুব কঠিন হবে না।ইনশাআল্লাহ।

"আমাদের শহীদেরা সদা জাগ্রত

চির সবুজ এক অরণ্য।

দ্রোহের আগুন জ্বেলে

রক্ত দিয়েছে ঢেলে।

নতুন এক প্রভাতের জন্য।

চির সবুজ এক অরণ্য।"


বিশেষ নোট:

কাউকে পরামর্শ, আঘাত, ছোট বা বড় করে দেখানোর জন্য আমি এই লেখা লিখিনি।

এ কেবলই আমার অন্তরের সহজ সরল অভিব্যক্তি।

আল্লাহু মুসতা'য়ান।।

শাহ জাফর আব্দুল্লাহ

বিষয়: বিবিধ

১২৬২ বার পঠিত, ৩ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

304538
১৫ ফেব্রুয়ারি ২০১৫ রাত ০৩:৫৩
গন্ধসুধা লিখেছেন : আলহামদুলিল্লাহ আমরা এভাবে চিন্তা করতে শুরু করেছি।আশা করি পেয়েও যাব।
১৫ ফেব্রুয়ারি ২০১৫ রাত ০৩:৫৫
246326
গন্ধসুধা লিখেছেন : ইনশাআল্লাহHappy
304558
১৫ ফেব্রুয়ারি ২০১৫ সকাল ০৬:৫৬
আবু জুমাইনাহ লিখেছেন : @গন্ধসুধা:জাযাকাল্লাহু খাইরান আমার লেখা পড়ার জন্য।
ইনশাআল্লাহ আশা করি আমরা দ্রুতই পেয়ে যাবো।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File