জন্মভুমি আমার দুধারায় বিভক্ত।

লিখেছেন লিখেছেন আবু জুমাইনাহ ১৫ এপ্রিল, ২০১৩, ০৬:৫৯:১৮ সকাল



জন্মভুমি আমার দুধারায় বিভক্ত। একদিকে ধর্মপ্রান সমগ্র বাংলাদেশের মানুষ আর একদিকে হাতেগোনা কিছু ধর্মদ্রোহী। আমি ধর্মপ্রান বলতে মুসলমান, হিন্দু, খিষ্ট্রান, বৌদ্ব ও অন্যান্য ধর্মের সকল একনিষ্ট অনুসারিদের কথা বলছি। আমার জন্মভুমিতে সবার কাছে তাদের ধর্ম প্রানের প্রি্য। ধর্মের উপর আঘাত কেউ সহ্য করার কথা নয়। এত কিছুর পরও, রুঢ় বাস্তবতা হলো আঘাত করা হচ্ছে।ইসলামের উপর আঘাত এসেছে।হিন্দু ও অন্যান্য ধর্মালম্বিদের উপর আক্রমন করা হচ্ছে।প্রশ্ন হলো: কেন এ আঘাত বারবার করা হচ্ছে? কারা করছে?



আসলে ইসলাম ও মুসলমানকে আক্রমন করা বিশ্বব্যাপী একটা নতুন ট্রেন্ড চালু হয়েছে। ইসলাম বিরুধীরা এভাবে আঘাত কিয়ামত পর্যন্ত করে যাবে। অমুসলিম রা্স্ট্রগুলোতে এধরনের পরীক্ষার সম্মুখীন আমাদের প্রতিনি্য়ত হতে হচ্ছে।এটা অস্ব্াভাবিক ন্য়, কিন্তু বাংলাদেশে যেখানে আপামর জনতা সবাই ধর্মপ্রান সেখানে কেন ইসলামের বা অন্য ধর্মাবলম্বীদের উপর এই আঘাত। কেন?

কারন আমরা ইসলামপ্রি্য ও ধর্মপ্রানেরা ঐক্যবদ্ব্ নই। আমরা শতধা বিভক্ত। আমরা তুচ্ছ তুচ্ছ বিষয় নিয়ে একে অন্যর বিপক্ষে অবস্হান নিয়েছি। আমাদের আজ এক হতে হবে। যেকোন মুল্য। যেকোন কিছুর বিনিময়ে।

আমাদের উপর আঘাতকারীরা কমন। তাদের কর্মসুচী এক। দফা এক। আদর্শ এক। চেহারা আর দল যতই ভিন্ন ভিন্ন হোক না কেন। এরা ধর্মদ্রোহী। আর ধর্মদ্রোহীর নি:সন্দেহে কোন ধর্ম নাই। যারা ধর্মকে কটাক্ষ করে তারা কি আসলেই সভ্য মানুষ? তাতে কিন্তু সন্দেহ আছে।

মুলত: ধর্মদ্রোহীরা আঘাত হানে ইসলামের উপর, কোন ইসলামী দল বা ইসলামী ব্যাক্তি বিশেষের উপর ন্য়। ব্যাক্তি বা দল আক্রান্ত হ্য় কারন মিছিলের ব্যানার তারা ধরে আছেন বলে। এ ব্যানার যদি শিবিরের হাতে থাকে, তাহলে তাদেরকে রাজাকার বলা হয় যদিও শিবিরের জন্ম বাংলাদেশ স্ব্াধীন হবার অনেক পরে।আর পতাকা যদি হিফাযতে ইসলামের হাতে থাকে তাহলে তাদেরকে মধ্যযুগীয় ও বেকডেটেড বলে আখ্যায়িত করা হ্য়। এটা ভিন্ন কথা যে, মধ্যযুগ ছিল ইউরোপ-আমেরিকার জন্য অন্ধকারের যুগ কিন্তু মুসলমানদের সোনালী যুগ।





শেষকথা হলো: ধর্ম ও ইসলাম বিরুধীরা যখন এক এবং কমন। তখন সময়ের দাবী হলো: ধর্মপ্রানরা সব কিছু ভুলে, এক হয়ে এদের এই অন্যা্য ও যুলমের বিরুদ্বে রুখে দাড়াতে হবে। এই আন্দোলন-সংগ্রামে দেশের সকল ধর্মালম্বীরা একে অন্যকে অবশ্যই পাশে পাবে, কারন কেউ ধর্মদ্রোহীদের পক্ষে দাড়াবে না। আমরা ধর্মপ্রান সাধারন মানুষেরা যে যাই করিনা কেন, কখনো ধর্মদ্রোহীদের পক্ষ নিবো না।

শাহ জাফর আব্দুল্লাহ

বিষয়: রাজনীতি

১৩৭২ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File