চরম এক সঙ্কট।
লিখেছেন লিখেছেন আবু জুমাইনাহ ১৩ এপ্রিল, ২০১৩, ০৫:১৪:১৬ সকাল
আশ্চর্য এক সময়কাল পার করছি আমরা। চরম এক সঙ্কট। কুরআনের তাফসির করে বেড়াচ্ছেন "আল্লামা" শাহরিয়ার! আজ হাদিসের দারস দিচ্ছেন যারা সারাটা জীবন ইসলামী আদর্শের বিরুধীতা করেছেন । মদিনা সনদের উপর আলোচনা শুনছি আত্মস্বীকৃত কমিউনিস্টদের কাছ থেকে।
সেই দিন আর দুরে নয় যেদিন প্রত্যেক মাদ্রাসার মুহতামিম আর প্রিন্সিপাল পদে নিযুক্ত হবেন সরকার দলীয় জেলা/থানা সভাপতি ও সেক্রেটারিগন।
বাংলার জীবন্ত কিংবদন্তী মাহমুদুর রাহমানের সাথে একাত্ম হয়ে বলছি- আজ বাংলাদেশের জনগন ৫৬ হাজার বর্গমাইলের কারাগারে বন্দি।কাজী নজরুল ইসলাম এই বন্দিদের মুক্তির পথ অনেক আগেই দেখিয়ে গেছেন-
"লাথি মার ভাঙরে তালা,যত সব বন্দীশালায় আগুন জ্বালা, আগুন জ্বালা,ফেল উপাড়ি।।"
বিষয়: বিবিধ
১২৬২ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন