প্লিজ! হতাশা গ্রস্তের তালিকায় নাম লিখাতে চাইনা।
লিখেছেন লিখেছেন আবু জুমাইনাহ ০৬ এপ্রিল, ২০১৩, ০৭:৪৪:৫২ সকাল
বাংলাদেশ থেকে অনেক দূরে থাকি। কিন্তু বাংলাদেশ আমাকে কাছে টেনে নেয়। বেশ অনেকদিন থেকে উত্তেজনা ও আতঙ্কে দিন কাটছে। বিশেষকরে গতকাল। সারাদিন ফেইসবুক স্টেটাস আর অনলাইনে বাংলাদেশের নিউজ আর টকশো দেখে কেটেছে। নিঃসন্দেহে বাংলাদেশ আজ দুভাগে ভাগ হয়ে গেছে। বুদ্দিজীবি, সুশীল সমাজ এমনকি সব স্তরের রাজনিতিবীদরাও দিশেহারা।
একজন মুসলমান হিসেবে আমাদের জানা হয়ে গেছে; কে ইসলামের পক্কের আর কে বিপক্কের শত্তি। যতই গলা ফাটিয়ে বলেন- "আমি ভালো মুসলমান, নিয়মিত নামায পড়ি আপনারা আমাকে কেনো মুনাফিক বলছেন?"
এসব আর কাজে আসবে না! না আজকের বাংলাদেশে না কালকের আখিরাতে।
আশায় বুক বেধেছি আজ বাংলাদেশে নতুন দিনে যেন সকল অশান্তির অবসান ঘটে। শান্তির পথে যেন নবযাত্রা শুরু করি আমরা।
৬ই এপ্রিল ২০১৩ যেন বাংলাদেশের এক ঐতিহাসিক দিনে পরিনত হয়। এদিনকে যেন কলংক-মাখা কালো দিবস হিসেবে আগামীতে পালন করতে না হয়। প্লিজ! হতাশা গ্রস্তের তালিকায় নাম লিখাতে [b]চাইনা।[/b
শাহ জাফর আব্দুল্লাহ
বিষয়: রাজনীতি
১১৭৪ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন