আসুন আমরা একে অপরকে ঈমান ও আমালেন প্রতি আহবান করি । নিজে আমল ও করে অপরকে উৎসাহিত করি।
লিখেছেন লিখেছেন হিলফুল ব্লগ ০২ এপ্রিল, ২০১৩, ০১:২৪:২৬ দুপুর
"সৎকাজ ও আল্লাহ ভীতির ব্যাপারে তোমরা পরস্পরে সহযোগিতা কর" (সুরা মায়িদা : আয়াত- ২
হযরত আবু হুরায়রা রা. থেকে বর্ণিত, রাসুলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন : যে ব্যক্তি সঠিক পথের দিকে আহবান করে তার জন্য এ পথের অনুসারীদের সওয়াবের সমান সওয়াব হবে। এতে তাদের সওয়াব থেকে কিছুমাত্র কমবে না । আর যে ব্যক্তি ভ্রান্তপথের দিকে আহবান করে তার এ পথের অনুসারীদোর গুনাহেন সমান গুনাহ হবে। এতে তাদেন (অনুসারীদেন) গুনাহ থেকে কিছুমাত্র গুনাহ কমবে না।
(মুসলিম)
তাই আসুন আমরা একে অপরকে ঈমান ও আমালেন প্রতি আহবান করি । নিজে আমল ও করে অপরকে উৎসাহিত করি।
বিষয়: বিবিধ
১০৮১ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন