"কয়েকটি শব্দের গুচ্ছ"
লিখেছেন লিখেছেন অনল দুহিতা ০৩ এপ্রিল, ২০১৩, ০১:৪৫:১০ রাত
কয়েকটি শব্দের গুচ্ছ,
কি অসীম মায়া ওতে!
কি অজস্র অনুভূতির জোয়ার......
সময়ের জানালা খুলে
টুপ করে হারানো কিছু স্মৃতি
আর কিছু মায়া মায়া স্বপ্ন,
একটা রোদেলা দুপুর
কিংবা বিষন্ন কোন রাতের গল্প
একাকিত্বের অসহায় সময়গুলো,
আমার নাটাই ছেড়া ইচ্ছেরা,
ছন্নছাড়া আবেগেরা
কিছু গুমরে মরা শোক
আমার নিজের কিছু কষ্ট
চেপে রাখা কিছু অন্যায় আর্তনাদ
আর কিছু খেয়ালি কল্পনা,
সবটা লুকিয়ে রেখেছি
আমার কয়েকটি শব্দের গুচ্ছে
ওগুলোকে আমি কবিতা বলি।
বিষয়: সাহিত্য
১১১০ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন