স্বীকারোক্তি

লিখেছেন লিখেছেন অনল দুহিতা ২০ জানুয়ারি, ২০১৪, ০৩:২৭:২৪ দুপুর

কার অপরিহার্যতা আছে জীবনে

আর কে নিতান্তই তুচ্ছ,

তা নির্বাচনে বরাবর ভুল হয় আমার।

কেন যে মরিচিকার ঔজ্জ্বল্যে চোখে ধাঁধাঁ লাগে,

কেন যে চেনা হ্ণদয়ের নিরব প্রস্রবণ টের পাইনা,

কেন যে আগন্তুকেরা নিঃশ্বাসের মত আপন হয়ে ওঠে,

আর চেনা মানুষের হাত ছুটে যায় মাঝ রাস্তায়,

খেয়ালি হ্ণদয়ে সে ফোঁকর ধরা দেয়না...

তোমাদের চুপচাপ প্রস্থান টের পাই,

অতটুকু বুঝতে পারি বটে!

কিন্তু চোখ তুলে ডাকবো,

মুখ ফুটে বলবো, ‘অবিযুক্তই থাকি না!’

তা আর হয়ে ওঠে না...।

কেউ আমাকে বাঁধতে পারেনি,

আমিও বাঁধিনি কাউকে।

বাধা পড়ার মত সভ্য যে আর হওয়া হলনা!

তাই প্রস্থান হাসিমুখে মেনে নিই।

মানব হ্ণদয়গুলো থেকে সামলে রাখি নিজেকে।

তোমাদের হ্ণদয়ের ক্ষত আর বড় না হোক,

দীর্ঘশ্বাসগুলো আর ভারী না হোক,

হঠাৎ-এর মুখোমুখিতে ফের অভিমান না জমুক,

তাইতো এ প্রচ্ছন্ন দুরত্ব!

আমার বুকে হাত রেখে স্পন্দনের গতি বুঝতে চেয়োনা।

ভাবলেশহীন চোখে চোখ রেখে ভেতরটা পড়তে যেয়োনা।

ওখানে যে কি ভয়ানক অমাবশ্যা এখন!!

২০,০১,১৪

বিষয়: সাহিত্য

১১৭২ বার পঠিত, ৪ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

165010
২০ জানুয়ারি ২০১৪ রাত ১০:১৩
ইক্লিপ্স লিখেছেন : চমৎকার লিখেছেন। আরো লিখুন।
০২ ফেব্রুয়ারি ২০১৪ সকাল ০৯:৫৭
125583
অনল দুহিতা লিখেছেন : Happy পড়ার জন্য শুকরিয়া!Good Luck
165184
২১ জানুয়ারি ২০১৪ সকাল ০৯:৫০
আলোকিত ভোর লিখেছেন : ভালো লাগলো Rose
০২ ফেব্রুয়ারি ২০১৪ সকাল ০৯:৫৮
125584
অনল দুহিতা লিখেছেন : Happy অনেক ধন্যবাদ!

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File