এই আধুনিক যুগে.............
লিখেছেন লিখেছেন অনল দুহিতা ১৯ জুন, ২০১৩, ০৪:১১:৫৮ বিকাল
# ইয়ার ফাইনাল পরীক্ষা চলছে। পরীক্ষা শেষ করে পাশেরটাকে জিজ্ঞেস করলাম,
-কিরে, এক্সাম কেমন হইসে?
-আরে অয় তো পরীক্ষাই দেয় নাই, পুরা টাইম স্যারের দিকে তাকায়া ছিল।
আরেকজনের জবাব!
-এই নতুন স্যারটারে না আমার খুব পছন্দ হইসে...।
(কিছুটা লাজুক স্বরে। কিন্তু এটা কোন পদের লজ্জা সেটা আমার বোধগম্য হলনা। সুতরাং আমি বাকহীন হয়ে ড্যাব ড্যাব করে চেয়ে রইলাম।)
# অফ পিরিয়ডে কয়েকজন মিলে ক্যান্টিনে বসে আড্ডা দিচ্ছি, এ সময় সম্ভবত বিবিএর একজন ভাইয়া ক্যান্টিনে ঢুকলেন, গ্রুপের কয়েকটা হুট করে ওনাকে উদ্দেশ্য করে গান শুরু করে দিল!! (কোন গান সেটা বলা বাহুল্য।)
নিজের ইজ্জত বাঁচানোর স্বার্থে শক্ত করে একটা ধমক দিলাম। কিন্তু তাতে শুধু গানের ভলিউমই কমলো, বন্ধ হলনা।
(অতপর, হে ধরনী দ্বিধা হও জপতে জপতে একটু দূরে গিয়ে বসলাম। হিজাবের ও তো একটা সম্মান আছে!)
# ক্লাসের অন্যতম সুন্দরীর বিদ্ধস্ত অবস্থা দেখে জিজ্ঞেস করলাম, কি হয়েছে?
-(নির্বিকার কন্ঠে) ডেটল খেয়েছিলাম।
-(হচকিত হয়ে) খুব মজা না?
- নাহ... গলা জ্বলে গেছিল। দুদিন হসপিটালে ছিলাম। আজ সেখান থেকেই ক্লাসে আসলাম।
(এ বিস্ময়ের ঘোর কাটাতে আমার বেশ সময় লেগেছিল। ওদের যাপিত জীবনটাকে আসলে কি বলে?!
মেয়েটা একটা ছেলেকে বিয়ে করে বাড়ি থেকে বেরিয়ে গিয়েছিল। পয়সাওয়ালা বাবা-মা ফিরিয়ে আনতে গেলেও তাদের ফিরিয়ে দিয়েছিল।)
# কলেজ আগেভাগে ছুটি হওয়ায় কয়েকজনের জোরাজুরিতে ধানমন্ডি লেকে সবাই মিলে কিছুক্ষণের জন্য হাটতে গেলাম। কিছুদূর যেতেই চোখে পড়ল আমাদের এক ক্লাসমেট সিভিল ড্রেসে (মানে ক্লাস ফাঁকি দিয়েছে) দিব্যি একটা ছেলের সাথে সময় কাটাচ্ছে! এক সহপাঠি বলল,
আমরা জন্ম থেকে ঢাকায় থেকে যে সাহস করতে পারিনা, ওরা দুদিন আগে ঢাকায় পা দিয়েই সে সাহস করে ফেলেছে। (মেয়েটা কলেজে ভর্তি হওয়ার জন্য প্রথম ঢাকায় আসে।)
এমন অনেক গল্প আছে।। যেটা হয়ত বলা উচিৎ ও নয়। কিন্তু একটা বিষয় আমার খুব চোখে পড়ে, মেয়েদের অতি স্বাধীনতা তাদের কল্যাণের চেয়ে অকল্যাণই বয়ে আনে। উপরে উল্লিখিত প্রত্যেকটা মেয়ে অতিমাত্রায় স্বাধীন। কিন্তু এ স্বাধীনতার বুলিতে শেষ পর্যন্ত ষোলআনা ক্ষতি হয়েছে মেয়েগুলোর।
লেখাটা আম্মুর সামনে লিখতে পারছিলামনা লজ্জায়। পরে বললাম, লেখাটা শেষ করে তোমাকে পড়তে দিব। এখন তাকিয়ো না।
হতাশা...
হতাশা......
বিষয়: বিবিধ
১৪৫৬ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন