sub: ফেইসবুকে বিরোধীদের গালি-গালাজ...

লিখেছেন লিখেছেন অনল দুহিতা ১৪ মে, ২০১৩, ০১:১৬:০৩ দুপুর

-কখনো আক্রমণাত্মক স্ট্যাটাস দেন না কেন?/ গালি দিলে কি হয়?

-আমি সেই দুর্ভাগাদের কাতারে পড়তে চাইনা, যাদের মুখ থেকে তাদের মুসলমান ভাই নিরাপদ নয়। আর, কাউকে গালি-গালাজ করে, খারাপ ভাষায় অপমান করার পর সে ব্যক্তি আর কখনো আপনার হিদায়াত গ্রহন করবে না। তা আপনি যত ভাল মানুষই হোন। ( আমি বিশ্বাস করি, কোনো ভাল মানুষ গালি দিতে পারেন না। কেননা দুনিয়ার সর্বশ্রেষ্ঠ মানুষটি কখনো কাউকে গালি দেননি। আর যারা মনে করেন এটি স্মার্টনেসের প্রতিক! কিংবা প্রতিপক্ষকে মোকাবেলার হাতিয়ার, তাদের অন্তত এ বিষয়ে জ্ঞানের সীমাবদ্ধতা আছে নিঃসন্দেহে।)

অথচ প্রতিনিধিত্বের এক গুরু দায়িত্ব ঘাড়ে নিয়েই এ পৃথিবীতে আমাদের আগমন। আপনি গালি দিয়ে, আল্লহরই আরেক বান্দার সাথে খারাপ আচরণ করে ( হোক সে নাফরমান, নাস্তিক। কেউ যদি স্বীকার না করেযে সে নাস্তিক, তবে সে নাস্তিক হলেও তাকে নাস্তিক বলা যাবেনা, যাবেনা, যাবেনা।) কখনোই তার থেকে পজেটিভ ফিডব্যাক আশা করতে পারেন না। আর আপনি দ্বীনের কাজ করেন! আল্লহকে ভালবাসেন! ইসলামের জন্য জীবন দিতে পারেন অনায়াসে!! আর এ কারণেই কেউ আল্লাহর আর তাঁর দ্বীনের নামে কিছু বললে আপনার রক্ত গরম হয়ে যায়? ভাষা খারাপ হয়ে যায়?!

আপনার এ যুক্তি চরম হাস্যকর।

আপনি কত বছর ইসলাম প্রচারের কাজ করছেন?

আল্লাহর রাসূলের (সাঃ) চেয়ে বেশি?

ইসলামের জন্য আপনাকে কতটুকু ত্যাগ স্বীকার করতে হয়েছে?

মুহাম্মদ(সাঃ) এর চেয়ে বেশি?

আল্লাহর দ্বীনকে কি আপনি মুহাম্মদ (সাঃ)-এর চেয়ে বেশি ভালবাসেন?

তাহলে যে ব্যক্তিকে তায়েফের পথে পথে অপমানিত, রক্তাক্ত করে দেয়ার পরও তিনি তাঁর বিরোধীদের কটুকথা তো দূরে থাক, আল্লাহর কাছে একটু বদদোয়াও করেননি, সেই ব্যক্তির উম্মত হয়ে আপনার রুচি এত নিম্ন কেন? আপনার আবেগ এত সস্তা কেন যে, কেউ চাইলেই আপনার ভাষা নোংরা করে দিতে পারে?

কেন পান থেকে চুন খসলেই আপনার প্রতিপক্ষকে মল্লযুদ্ধের আহবান জানান, রক্তারক্তি করে ফেলেন? যেখানে আল্লাহর রাসুল (সাঃ) মক্কা বিজয় করেছেন সম্পুর্ণ বিনা রক্তপাতে! এসব মল্লযুদ্ধে আপনাদের কোন মক্কা বিজয় হয়েছে শুনি?

যদি কেউ আপনাকে আপনার মা-বাপ চৌদ্দগোষ্ঠী তুলে গালি দেয়, আপনি তার জন্য তত বেশি হ্নদয় দিয়ে দোয়া করবেন, "আল্লাহ্‌ আমার এই অবুঝ ভাইটাকে তুমি সত্য পথের সাথি করে দাও, তোমার প্রিয় করে নাও।"

ভাই, নিজের জন্য অনেক বেশি দোয়া করুন যেন আল্লাহ্‌ আপনার হ্নদয় ভালবাসায় পরিপূর্ণ করে দেন। যেন অসীম ধৈর্যের অধিকারী করে দেন।

পৃথিবী জয় করতে চাইলে গালি নয়, ভালবাসা দিয়েই জয় করতে হবে। আর যদি একান্তই না পারেন, তবে অনুগ্রহ করে চুপ থাকুন। আল্লাহ্‌ নিজেকে ইসলামের রঙ্গে রাঙ্গাতে বলেছেন, ইসলামকে নিজের রঙ্গে রাঙ্গাতে বলেননি।

বিষয়: বিবিধ

১৩৫৭ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File