মাধিকার নয়, স্বতন্ত্র অধিকার

লিখেছেন লিখেছেন অনল দুহিতা ২৪ এপ্রিল, ২০১৩, ১২:১০:৩২ দুপুর

একজন পুরুষ কখনো একজন নারীর সমতুল্য হতে পারেনা। আবার একজন নারী কখনো একজন পুরুষের সমতুল্য হতে পারেনা। আল্লাহ তা'য়ালা তাঁর সেরা সৃষ্টির এ দুটি শ্রেণীকেই স্বতন্ত্র বৈশিষ্ট্য দিয়ে তৈরী করেছেন। তাই যখন নারী তাঁর নির্ধারিত গন্ডির বাইরে এসে সমাধিকারের জন্য লড়াই করতে শুরু করে তখন যেমন তাদের নারী সুলভ কমনীয়তা ও বৈশিষ্ট হ্রাস পায় তেমনি পুরুষেরা তাঁদের নির্ধারিত স্থান ত্যাগ করে নারীদের কাজে অভ্যস্ত হয়ে পড়লে তাদের পুরুষালী চরিত্রের বিলুপ্তি ঘটে।

তাই সমাধিকার নয়, নারী-পুরুষ যার যার জন্য চাই স্বতন্ত্র অধিকার নিশ্চিত করা। যাতে উভয়ের অধিকার সুরক্ষিত থাকে। নারী-পুরুষ পরস্পর প্রতিযোগী নয়, সহযোগী হওয়া চাই।

বিষয়: বিবিধ

১০১৮ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File