ঈদের দাওয়াতের রাজনীতি..................... বা

লিখেছেন লিখেছেন স্বপন ভাই ০৯ আগস্ট, ২০১৩, ০৮:১২:৪৯ রাত

ঈদের দাওয়াতের মধ্যে বাংলাদেশের রাজনীতি নিয়ে আলোচনা হচেছ, আমার এক আত্বীয় যিনি অন্যতম বাঘা কূটনীতিক ও। তিনি এক আওয়ামলীগার কে প্রশ্ন করছেন, আমি একসময় আওয়ামলীগ করতাম মনে-প্রানে, গত নির্বাচনে দেখলাম আওয়ামলীগ ভোট পেলো ৪২% বিএনপি পেলো ৩২% আর জামায়াত পেলে ৪% দেখাগেলো আওয়ামলীগের প্রতিধন্ধি হলো

বি্এনপি, জামায়াত না কিন্তু আমরা সরকারীদল এবং বিরোধী দলো মধ্যে যে যুদ্ধ দেখতে পাচ্ছি, সেখানে দেখতেছি যুদ্ধ হচ্ছে আওয়ামলীগ বনাম জামায়াতের মধ্যে তুমি এটার কি মনে করতেছো?

আওয়ামলীগার আমতা আমতা করতে করতে বললো এসবই রাজনীতি।

এবার আমার পালা আমাকে জবাব দেওয়ার জন্য বলা হলো,

আমি বললাম আমার মনে হয়ে ৩ কারনে আওয়ামলীগ জামায়াতের উপর ক্ষিপ্ত-------

১০,০০০ ছাগলের পালে যদি ১০টা নেকড়ে বাঘ আক্রমন করে তাহলে সব ছাগল পালায় তেমনি আওয়ামলীগের সব হলো ছাগল তাদের উপর বামরা আক্রমন করছে আর তাতেই আওয়ামলীগ কাবু হয়ে গেছে। আর যেহেতু বামের ইসলাম বিদ্ধেষি সুতারাং ইসলাম পন্থিদের উপর আক্রমন আসবে।

বাংলাদেশের সবচেয়ে বড় ৪টা দল তাদের ৩টাকে ভারত কাবু করে ফেলছে শুধু মাত্র জামায়াতকে পারে নাই তার ভারতকে খুশি করার জন্যই তারা এটা করতেছে।

আ্ওয়ামলীগ তাদের জন্মলগ্ন থেকেই বিপরীত মতকে সহ্য করতে পারেনা। তাই তারা জামায়াতকে আন্দোলনের মাঠে প্রতিদন্ধি ভাবে সেকারনে জামায়াতকে শেষ করে দিতে চায়।

বিষয়: বিবিধ

১০৮২ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File