সরকারের বিলবোর্ডের যন্ত্রনায় রাজধানী বাসী।
লিখেছেন লিখেছেন পথেরসাথী ০৬ আগস্ট, ২০১৩, ০৮:৪৬:৫৯ রাত
সরকারের বিলবোর্ডের যন্ত্রনায় রাজধানী বাসী।
রাস্তায়,ট্রেনে,বাসে,হাটে-বাজারে অনেক সময় সর্বরোগের ওষুধের বিজ্ঞাপনের কিছু লিফলেট বিতারন করা হয়।চুলকানি থেকে শুরু করে ক্যান্সার রোগের চিকিত্সার বর্ননা দেওয়া হয় লিফলেটে। জোর করে মানুষকে পড়াতে চায় লিফলেট গুলো। ৯৫% যাত্রী লিফলেট গুলো দেখে চরম বিরক্ত হয় এবং ছুড়ে ফেলে দেয় বা কেউ ধরেও দেখে না। সরকারী ক্ষমতা ব্যবহার করে জোর করে টাঙ্গিয়ে দেয়া এসব বিজ্ঞাপনও ঠিক সর্বরোগের ওষুধের লিফলেটে মতো মনে হয়।জনগণ যেমন চরম বিরক্ত হয়ে সর্বরোগের ওষুধের লিফলেট গুলো ছুড়ে ফেলে দেয় বা ছিড়ে ফেলে ঠিক তেমনি ভাবে সরকারের বিলবোর্ড গুলো জনগন ছুড়ে ফেলে দিবে বা ছিড়ে ফেলবে।
বিষয়: বিবিধ
১৫০৫ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন