হিন্দুদের শত্রু আওয়ামীলীগ
লিখেছেন লিখেছেন পথেরসাথী ১১ জুন, ২০১৩, ০৯:১৭:৩০ রাত
১৯৭১ সালে পাকিস্তানী হানাদারদের হাতে নিহত পাবনার এক স্কুল শিক্ষক জয়ন্ত রায়ের সম্পত্তি দখল করে সরকার দলীয় উপজেলা চেয়ারম্যন মোশাররফ হোসেন।শহীদের বাড়ী দখল করে দোতালা পাকা দালান তৈরি হলো।হাইকোর্ট সেই বিষয়ে রুলিং দিলো শহীদ জয়ন্ত রায়ের সম্পত্তি অর্পিত নয় এই মর্মে। সেই রুলিংএ বুড়ো আংগুল দেখিয়ে একটি নতুন দালান তৈরি হলো। ডিসি কে জানানো হলো। তিনি বলছেন দেখছি। হ্যা দেখছেন তবে দখলদারের স্বার্থ। কারন সরকারী দলের নেতার কড়ে আংগুল স্পর্শ করার সাহস পাবনার নপুংষক ডিসির নাই। আর থাকবেই বা কি ভাবে তিনি তো দেখেছেন এর আগের পাবনার ডিসিকে কি ভাবে পাবনা ছাড়া করেছেন এই মোশাররফদের ভাই ব্রাদারেরা।পুরো বাংলাদেশের চিএ একই রকম। আওয়ামীলীগি হিন্দুদের শত্রু।আজ হিন্দুদের যত সম্পত্তি বেদখল হয়েছে সবগুলো আওয়ামীলীগ নামধারী অমানুষরা দখল করছে।যতগুলো মন্দির ভাঙ্গা হয়ছে আওয়ামীলীগ নামধারী অমানুষরা ভাঙ্গছে। তারপরো হিন্দু ভাইরা এই অমানুষদের ভোট দেয়।
বিষয়: বিবিধ
১৫৭৬ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন