কেবল একজনের কুইচ্ছার কাছে জিম্মি জাতি . . . . মুক্তি চায়।

লিখেছেন লিখেছেন বিদ্রোহী ১০ ডিসেম্বর, ২০১৩, ০৩:৪১:১৬ দুপুর

হাজার হাজার ছেলেমেয়ের ভার্সিটি ভর্তি পরীক্ষা, লক্ষ লক্ষ ছেলে/মেয়ে/শিশুদের বার্ষিক/PSC/JSC পরীক্ষা, অনার্স পড়ুয়া ভাইদের সেশন জটের কবলে অনিশ্চিত ভবিষ্যত, জরুরী/অজরুরী যেকোন কাজে দেশের যেকোন জায়গায় নিরাপদ গমন/ভ্রমণ, দৈনিক আটটা দশটা উইকেটের পতন, মানুষের ইচ্ছা অনিচ্ছা, মনের মধ্যে জমে থাকা ক্ষোভ, দ্রব্যমূল্যের লাগামহীনতা, সর্বপরী জনজীবনে সীমাহীন দুর্ভোগ, অতিষ্ট মানুষ।

সকল কিছুই কেবল একজন মানুষের একটি ছোট্ট ইচ্ছার কাছে জিম্মি।

আজকেই/এক্ষুণি/এই মুহুর্তে যদি ঘোষণা আসে - মেনে নিলাম। কোটি কোটি মানুষের এই ইচ্ছাকে মেনে নিলাম। তাহলে সাথে সাথে আর একটা গাড়ি ভাঙবে? একটা গাড়ি পুড়বে? একটা ককটেল ফাটবে? সর্বপরী কোটি কোটি মানুষকে জিম্মিকারী এ একনায়কতান্ত্রিক কুইচ্ছাকে জাতীয় স্বার্থে না হোক অন্তত নিজের সুভবিষ্যতের স্বার্থে, জনরোষের তৈরী ককটেলের বিস্ফোরণের আঘাত থেকে বাঁচতে বিসর্জন দিয়ে তত্ত্বাবধায়কের দাবী মেনে নিলে সৃষ্ট জনদুর্ভোগ আর একমুহুর্তের জন্যও স্থায়ী হবে?

তবেই না হয় জাতির সাথে মশকরাময় শান্তি চাওয়া ডায়লগের সত্যতা আংশিক হলেও মানা যেত।

তাহলে আর কি ওয়েটাইতে থাকেন। কিছুদিন আগেই তো আইন পাশ হলো (হলো না তো! করলেন আর কি)। অবৈধভাবে ক্ষমতা দখলকারীদের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড রেখে আইন পাশ করা হল।

তবে আর কি। Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor জাতি হাসতেই আছে, হাসতেই আছে। Winking Cool

শুভদিন বুঝি আসছে তবে,

"_____(ড্যাশ)"এর বিচার হবে।

স্বৈরাচারের তথাকথিত গণতান্ত্রিক সংগা আমার জানা নেই। তাই উপরে ড্যাশ রাখা হল। ড্যাশে কী বসতে পারে . . . . . ? ভাবতেই থাকুন . . . . . loading . . . . . lo . . . . .

তবে ৯০ ভাগ মানুষের মতামতের মূল্য না দিয়ে, ২৫ শে অক্টোবর থেকে এখন পর্যন্ত অবৈধ ভাবে ক্ষমতা দখল করে থাকার ফল স্বরূপ কি তবে উক্ত আইনের বদৌলতে আপন পদে কুঠারাঘাত হচ্ছেনা?? Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor

বিষয়: রাজনীতি

১৬৬৪ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File