নৌকায় ভোট দেন। (একটি নির্বাচনী প্রচারণা)

লিখেছেন লিখেছেন বিদ্রোহী ৩০ নভেম্বর, ২০১৩, ০৯:২৩:৫৩ রাত

ভোট দেন ভাই ভোট দেন,

নৌকা মার্কায় ভোট দেন।



স্বাদে গন্ধে যাই হোক,

কার্যকলাপ যাই হোক,

যাচাই করা বাদ দেন,

টিনের চশমা পরে নেন।

ভোট দেন ভাই ভোট দেন,

নৌকা দেখলেই ভোট দেন।

(সাবেক প্রধানমন্ত্রী - শেখ হাসিনা)

বিড়াল কালো(?) নাকি ধলো,

করে কিনা ম্যাও ম্যাও,

দেখিও না তা,

সুনাম পাইতে ভোট দ্যাও, দ্যাও, দ্যাও।

(সুরঞ্জিত, সুনামগঞ্জ-২)

সারা দিনের নাড়াচাড়ায়,

বিল্ডিং কত খানি সরলো?

দেখিতে যাইওনা,

ভাঙলো নাকি থাকল।

দেড়শো মানুষ মেরে তিনি

পান মানবাধিকার পদক,

করবে তোমরা মস্ত ভুল

না দিলে ভোট।

(মখালম, চাঁদপুর-১)

দুষ্টু, রাবিশ, ৪৮, তালা,

দেখিওনা কোন সে হালা,

দেখো যদি নৌকা,

সিল মারো ঠুইকা।

চাইলে হতে দরবেশ বাবা,

ভোট না দিয়ে কোথায় যাবা।

ভুললে নাকি ৪৮ ঘন্টা!

অকৃতজ্ঞ বড়ই তোমার মনটা।

(মাল মুহিত, সিলেট-১

সাহারা খাতুন, ঢাকা-১৮)

জোয়ান সেরাম, কন্ঠ মোটা,

কথার জোরেই সবাই সোজা।

সব 'খেলা'তেই জিতেন তিনি,

আসল পুরুষ অতই সোজা?

ত্বকীর বাবা কেঁদে মরে,

শত ত্বকী লোকান্তরে,

ভোটটা তবে দিতেই হবে,

ভয় যে বড় গড ফাদারে।

(শামীম ওসমান গ্যাঙ, নারায়ণগঞ্জ-৪)

দুর আকাশে চাঁদ উঠেছে,

আনন্দের জোয়ারে সব ভেসেছে,

আসবে এবার নোবেল ঘরে,

নিন্দুকেরই মাথা ধরেছে।

(নোবেল বিশেষজ্ঞ সৈয়দ আশরাফ, কিশোরগঞ্জ-১)

লাল টমেটোয় পুষ্টি অনেক,

যুব সমাজের আলো,

ভোটটা তবে চাইই চাই,

ফলন হবে ভাল।

(মমতাজ, মানিকগঞ্জ-২)

কোশ্চেন যাবে হাতে হাতে,

শত ভাগই খাঁটি,

পরীক্ষা দিতে দারুণ মজা,

পেয়েছি যে দু'দিন আগি।

(নুরুল ইসলাম নাহিদ, সিলেট-৬)

আমার উপর বিরক্ত সবাই।

আসছি তবে মেইন কথায়।

আমার ক্ষমতা সবই জানিস,

বানামু তোমারে গোপালী ফুলিশ,

চাইলে পেতে গণিমতের ভাগ,

ভোটটা দিতে ভুল না করিস।

ডজন ডজন ডিগ্রী তার,

টাউট টাউট এওয়ার্ড তার,

CNN - এ খাইছে ধরা,

কইরা চরম মিথ্যাচার।

আরেক নারীকে তেঁতুল কইতে

বিবেকে তার বাধেনা,

ভোটটা কেউ তোরা,

উনারে ছাড়া দিসনা।

(শেখ হাসিনা, রংপুর-৬ ও গোপালগঞ্জ-৩)

হাতে সিল নিয়া নেন,

শক্ত কইরা ধইরা নেন,

টিনের চশমা পইরা নেন,

নৌকার উপর ঠুইকা দেন।

ভোট দেন ভাই ভোট দেন,

আন্ধা হইয়া ভোট দেন।

আরও দেখুনঃ

সংবিধান ও গণতন্ত্র সমাচার।

পুলিশ ও আদালত সমাচার

চুল সমাচার

বিষয়: রাজনীতি

১৪৫৪ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File