রাজার পুরো রাজ্যের একচ্ছত্র মালিকানার সাংবিধানিক স্বীকৃতি চাই।
লিখেছেন লিখেছেন বিদ্রোহী ২৯ নভেম্বর, ২০১৩, ০১:০৮:৩৯ রাত
একটা যুগ ছিল। রাজা বাদশাহদের যুগ। আর রাজা বাদশাহ মানেই শুধু দেশের শাসক না, দেশের মালিক। সকল সম্পদের মালিক যেন সেই। কর্মচারীদের বেতন বলেন, রাজ্যের উন্নয়নমূলক কাজ বলেন, সারাদিনের অক্লান্ত পরিশ্রমের পর গরীব শ্রেণীর মুখে দুমুঠো ভাত বলেন, পরিবেশের আলো, বাতাস যাই বলেন না কেন সবই যেন তারই দান। সাধারণের প্রতি যেন তার অনুগ্রহ, করুণা। :/
একসময় আসলো বিট্রিশরা। রাজা বাদশাহ ব্যবস্থা বিলুপ্ত করল। কিন্তু বাঙালী শাসকদের মন থেকে রাজা রাজা ভাবটা একটুও দুর করতে পারেনি। ১৯৪৭ এর পর থেকে দু'একটা ছাড়া এমন কোন শাসক ছিল, যারা নিজেদের রাজা ভাবেনি!?? গদি পাওয়া মানেই যেন সবকিছুই তার। '৪৭ টু বর্তমান . . . . .
বর্তমানের কথায় আসি। কি বলব? :( দেখতেই পাচ্ছি/পাচ্ছেন।
"আমি আছি তাই বাংলাদেশ নিরাপদে আছে। আমার চোখ বন্ধ হলে কী হবে তা আল্লাহ রাব্বুল আলামিন জানেন।"
"আমার চেয়ে বেশি দেশপ্রেমিক আর কে আছে?"
জ্বী হ্যা। মাননীয় রাজাধিরাজ, জাতি আপনাকে চিরকাল মনে রাখবে। আপনার নাম বাকশালী ফন্টেই হোক আর স্বৈরাচারী ফন্টেই হোক, জাতির হৃদয়ে চিরকাল মুদ্রিত থাকবে। জয় বাংলা।
গত পরশুদিনের আগের দিন উনি বললেন (প্রায়ই বলেন), "আমিই দিলাম বিদ্যুত। আর টিভি খুল্লেই . . . . . . . . . . । আচ্ছা, এখন যদি আমি বিদ্যুত টেনে নেই, তাহলে . . . . . . . . . . ।"
আবার পড়ুন - "আমিই দিলাম বিদ্যুত"। জ্বী, উনিই দিলেন বিদ্যুত। ভাবখানা এমন যে নিজের ব্যাঙ্ক ব্যালেন্স দিয়ে জাতিকে বিদ্যুত "দান" করেছেন। করুণা করেছেন। আর জাতি তার বদনাম গায়।
নাকি আমিই ভুল করছি!! হয়ত উনিই বিদ্যুত দিয়েছেন। কারণ উনার ব্যাঙ্ক ব্যালেন্স তো আর আমি জানিনা!! আপনারা কেউ জানেন নাকি!!?
#নিজের__দান__করা__জিনিস।__দুই__ঘন্টা__বন্ধ__রাখতেই__পারেন। :/
=> প্রধানমন্ত্রীত্বের অহংকার ছাড়লা না, ছাড়লা না।
=> হুশিয়ার!! সময় গেলে সাধন কিন্তু হইবেনা, হইবেনা।
গত কুরবানী ঈদে তিনি ঢাকাবাসীকে উপহার দিলেন ফ্লাইওভার। হ্যাঁ 'উপহার' দিলেন। নিজের টাকায় দিলেন। এমন উপহার দিলেন যা যানজট কমাতে ভূমিকা রেখেছে। অবশ্যই! ফ্লাইওভারের উপর যানজট মোটেই নেই। একদম ফাঁকা।
#বুঝতে__হবে__এটা__যেনতেন__ফ্লাইওভার__নয়।__উন্নত__রাষ্ট্রের__চেয়ে__কয়েকগুণ__বেশি__খরচে__তৈরী__করা।
স্বৈরাচারী মনোভাবের ধারাবাহিকতায় একনায়কতান্ত্রিকতার আরেক রূপের প্রতিফলন বর্তমান তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা নিয়ে সৃষ্ট সংকটে। 'আমরা-আমরাই' সরকার গঠন করে 'সর্বদলীয়' খোলসে মুড়িয়ে রাজনৈতীক কৌতুক সৃষ্টি তথা জাতির সাথে প্রতারণা আর কত? ৯০ ভাগ মতামতের কোন মূল্য নেই!!
জাতির মতামতের মূল্য যদি নাই দেন, তাহলে সবই তো করতে পারেন, দেশটাকেও আপনার মালিকানায় সাংবিধানিকভাবে নিয়ে নিন। বাধা দেওয়ার তো কেউ নাই। কারন সংসদে নব্বই ভাগ সীট আপনাদের। নব্বই ভাগ সীটের প্রভাবে তত্ত্বাবধায়ককে বাতিল করে ফেলতে পারলেন, নব্বই ভাগের প্রভাবে মালিকানাটাকেও সাংবিধানিক করে নিন। তখন আর কেউ আপনার একচ্ছত্রামিকে অবৈধ বলতে পারবেনা। :/
বিষয়: রাজনীতি
১১৫৮ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন