দুইটি প্রশ্ন।
লিখেছেন লিখেছেন বিদ্রোহী ২৬ নভেম্বর, ২০১৩, ০১:২৩:২৯ রাত
সবকিছুই সাংবিধানিকভাবে হবে। তবে শুরুটাই একটু 'অসাংবিধানিক' হয়ে গেলনা!! সংবিধানে তো 'বিসমিল্লাহ' নেই। কিন্তু বক্তব্য ঠিকই শুরু করলেন বিসমিল্লাহ বলে।
- আপনারা না? না বললে তো ঠিকই . . . . . :/
আচ্ছা আচ্ছা বাদ দিলাম। এদেশে ধর্মচর্চা অঘোষিত নিষিদ্ধ। আর ধর্মব্যবসাই বৈধ তথা সাংবিধানিক।
আচ্ছা এই 'সাংবিধানিক' ব্যবস্থায় কী কী হবে শুনি? এই কাজ করতে পারবেনা, ঐ কাজ অবৈধ। ডাকঘর খুলা থাকবে, সেনা নিয়োগ হবে, হাজার হাজার অফিসার নিয়োগ দেওয়া হবে, ভোট গণনা পানির মত স্বচ্ছ হবে। 'অন্যায়' করলে জেলে পুরব, ফাঁসিতে ঝুলাব। ও আচ্ছা! হ্যান কারেঙ্গা, ত্যান কারেঙ্গা। শেষমেষ কিয়া ছিড়েঙ্গা??
আরে জানিইতো ওগুলো 'সাংবিধানিক' কার্যক্রম। সংবিধানে লিখা আছে। ওগুলো রিডিং শুনতে কে চায়? কিন্তু বাস্তবায়ন????? তোমার সাংবিধানিক ক্ষমতা/সত্উদ্দেশ্য তো দেখা আছে।
ওদিকে গণতন্ত্রের আরেক সাংবিধানিক ফেরিওয়ালা গণতন্ত্রের বটিকা জাতিকে জোর করে গলাধঃকরণ করিয়ে যাচ্ছেন। আচ্ছা সাংবিধানিক জিনিসটা আসলে কী?
"সংসদে এত পার্সেন্ট সীট আমাদের।"সুতরাং আমরা যা করছি, সেটাই ঠিক। আরে 'এত পার্সেন্ট' সীট পেয়েছিলেন ২০০৮ এ। আর এটা ২০১৩'র বাংলাদেশ। এই বাংলাদেশের ৯০+ পার্সেন্ট মানুষের মতামতকে উপেক্ষা করে জোর করে ক্ষমতায় থাকতে চাওয়ার ও থাকার হীন মানসিকতাটাই সাংবিধানিক!!!!!
গণতন্ত্র সংখ্যাগরিষ্ঠতার কথা বলে। আর সেই সংখ্যাগরিষ্ঠ মত উপেক্ষা করে ক্ষমতায় থাকলে সেটাই অবৈধ ক্ষমতা দখল। তাহলে আজকের প্রস্তাবিত আইনানুসারে অবৈধভাবে ক্ষমতায় থাকার দায়ে সর্বপ্রথম শেখ হাসিনার মৃত্যুদণ্ড হওয়াটাই সাংবিধানিক।
সবশেষে মহাজোট ও ১৮+ জোটের কাছে দুইটি প্রশ্নঃ
১। বর্তমান আম্লীগ নেতৃত্বাধীন মহাজোট, ১৮ দলীয় জোট ক্ষমতায় গেলে তাদের অধীনে নির্বাচনে যাবে কি না?
২। ১৮ দলীয় জোট ক্ষমতায় গেলে তারাও তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করে দেশে সাংবিধানিক সংকট সৃষ্টি করবে কি না?
বিষয়: বিবিধ
৯৭২ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন