ধন্যবাদ নিউজিল্যান্ড। আবার আসবেন।
লিখেছেন লিখেছেন বিদ্রোহী ০৬ নভেম্বর, ২০১৩, ১০:০০:০১ রাত
চাঁপাই নবাবগঞ্জের এক লোক গেছে সিলেটে। এক জায়গায় চা খাচ্ছে।
- আপনাদের এখানে না চা উত্পাদন হয়!! কিন্তু এরাম খারাপ লাগতেছে কেন!?
সিলেটি কয় - আপনাদের এলাকায় আম হয় না? কিন্তু ভাল আমটাতো চালান করে দেন। থাকে খারাপটা। এইখানে চা একারনেই . . . .
এখন কথা হইতেছে 'খাঁটি গাভীর' খাঁটি দুধ উত্পাদন হয় নিউজিল্যান্ডে। কিন্তু বেচারারা তা খাইতে পায় না। আমাদের জন্য নিয়ে হাজির হয় প্রাণ, আড়ং, ড্যানো প্রভৃতি কম পানি। তাই ইনিংস হচ্ছে #ফাটাফাটি।
মাঝে মাঝে যা একটু ফরমালিন টরমালিন ধরা পড়ে। ওসব কিচ্ছু না। সব ভুয়া কথা। সুদুর অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড থেকে আগত বাংলাদেশী ফরমালিন ফ্লেভার যুক্ত। আর তাই সিরিজে হয় বাংলা ওয়াশ।
ধন্যবাদ নিউজিল্যান্ড। আবার আসবেন। তবে আসার আগে নিজ দেশের 'খাঁটি গাভীর' খাঁটি দুধ খাইয়া আসবেন।
#নিজ__দেশের__পণ্যের__সদ্ব্যবহার__করুন।
বিষয়: বিবিধ
১৩০৬ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন