সংকটের বিশ্বে বাংলাদেশ ককটেলময়, বিশিষ্টজনদের বাসায় হামলা যেন পরিকল্পিত সূচি।

লিখেছেন লিখেছেন বিদ্রোহী ২৮ অক্টোবর, ২০১৩, ০৬:০০:১৯ সন্ধ্যা

চারিদিকে এত ককটেল ককটেল খেলা!! ব্যাপারটা কি!! খেলায় এত আন্তরিকতা!! একটা ব্যাপার খেয়াল করেছেন কি?



এত এত 'বিশিষ্টজনদের' বাসার সামনে এত এত 'বোমা' ফুটল। আজ পর্যন্ত কারও বাসায় দ্বিতীয়বার ককটেল ফুটতে দেখেছেন? দেখেন নি? হ্যাঁ সেটাই ঠিক। বাড়িতে ককটেল ফুটলে দীর্ঘস্থায়ী দাগ থেকে যায়। দেখতে ভাল লাগে সেটা বলুন? Winking তাই ওদেরকে মানা করে দিয়েছি। দ্বিতীয়বার নয়।

OK চালিয়ে যান। পাবলিক কিন্তু বুঝেনি ওগুলো নাটক ছিল। Winking সবক্ষেত্রেই এমন সময় ককটেল ফুটল তিনি/তিনারা বাসায় ছিলেন না। বাসায় থেকে ঘটনা ঘটাতে বললে কোন দুর্ঘটনা ঘটে গেলে আবার মাউন্ট এলিজাবেথ যাওয়া লাগত। রাষ্ট্রের টাকা বেঁচে গেল। Winking

কিসব পাগলামো বলছেন! সবই সত্য। সবই সত্য। হ্যাঁ, যেকারনেই হোক, যেভাবেই হোক, 'যারাই' ( Winking ) ফুটাক, যত 'নিরাপত্তা বলয়'ই থাকুক ককটেল সরি বোমা কিন্তু ফুটেছে। এটা সত্যই তো। আর আপনি বাসায় ছিলেন না, কেন ছিলেন না, কখন বের হলেন, কখন ফিরলেন, আবার 'হাসিমুখে' সংবাদ সম্মেলন করলেন কোন সত্যের কারনে? সত্য তো সেটাই যে আপনি আপনার দায়িত্ব পালন করে ফেললেন। সামনে আর এই ড্রামায় অংশ নেওয়া লাগবেনা। তৃপ্তির ঢেকুর উদগীরণ করলেন।

তবে সাবধান!!!! বাঘে কিন্তু সত্যি সত্যি রাখাল ছেলেকে খেয়ে ফেলেছিল। Winking :P

তবে আপনাদের ভাগ্য ভাল। আপনারা দেশের মাথা। 'দেশসেবক', 'গণতন্ত্র রক্ষক' (কোন কোন ক্ষেত্রে আপনারাই গণতন্ত্র)। তাই কোথাও কোথাও আইপিএস বিস্ফোরণে গ্রেনেড উত্‍পন্ন হলেও আপনাদের বাসায় ককটেল ফুটলে দেখতে চাইব না বাসায় ওরকম কিছু . . . . . . Winking

না না। মানবাধিকার লঙ্ঘন হবে, আদালত অবমাননা হবে, গণতন্ত্রের মৃত্যু হবে, ফাঁসি চাই ফাঁসি চাই বলে বসে যাবে।

সংকটের বিশ্বে বাংলাদেশ ককটেলময়,

বিশিষ্টজনদের বাসায় হামলা যেন পরিকল্পিত সূচি।

বিষয়: বিবিধ

১১৮২ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File