আমাদের দেশে হবে সেই '____' কবে, কথায় না বড় হয়ে কাজে বড় হবে।
লিখেছেন লিখেছেন বিদ্রোহী ২০ অক্টোবর, ২০১৩, ০৭:১৯:৪৫ সন্ধ্যা
"হাসিনা ক্ষমতায় এলে দেশ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ হয়।"
"হাসিনা ক্ষমতায় এলে ওয়াশফিয়ারা এভারেস্ট জয় করে।"
"হাসিনা ক্ষমতায় এলে সোহাগ গাজীরা ১৩৬ বছরের রেকর্ড ভাঙে।"
বলেছেন বিশিষ্ট কৃষিবিজ্ঞানী মুতিয়া চৌধুরী।(বিস্তারিত - http://www.m.rtnn.net//newsdetail/detail/1/4/71944) কৃষি নিয়ে গবেষণা করে প্রায়ই সেসব গবেষণা পত্র জাতির সামনে পেশ করেন তিনি। শুনতে মন্দ খারাপ লাগেনা। কৌতুক is কৌতুক। তা হেতুক হোক আর অহেতুক হোক।
হেতু নিয়ে যদি কোন সমস্যা না থাকে তাহলে আরও কিছু অহেতুক কৌতুকের দিকে আলোকপাত করা যাক। কৃষিবিজ্ঞানীর গো এষণার আলোকে বলা যায় -
- হাসিনা ক্ষমতায় আসলেই ৯৮ সালের মত ভয়াবহ বন্যা হয়।
- হাসিনা ক্ষমতায় আসলেই নার্গিস(০৩/০৫/০৮) হয়, রেশমি(২৬/১০/০৮) হয়, বিজলি(১৭/০৪/০৯) হয়, আইলা(২৫/০৫/০৯) হয়, মহাসেন(১৬/০৫/১৩) হয়।
- হাসিনা ক্ষমতায় আসলেই রানা প্লাজা ভেঙে পড়ে। স্কুল, কলেজ, মার্কেট, মসজিদে ফাটল দেখা দেয়।
- হাসিনা ক্ষমতায় আসলেই দেশে আগুন লেগে যায়। সাভার পুড়ে, গাজীপুর পুড়ে, বস্তিতে হাজার হাজার বাড়ি পুড়ে, অফিস পুড়ে, দোকান পুড়ে, তাজরীনে মানুষ পুড়ে, বন পুড়ে, মন পুড়ে। পুড়তেই থাকে।
- আম্লীগ ক্ষমতায় আসলেই দেশে দুর্ভিক্ষ হয় (১৯৭৪)।
- হাসিনা ক্ষমতায় আসলেই এভারেস্ট জয় করতে গিয়ে মারা যায়।
- হাসিনা ক্ষমতায় আসলেই মানুষ ফটোশপে ব্যাপক দক্ষ হয়। ( http://www.bit.ly/170hD7D http://www.bit.ly/179HFaE )
- হাসিনা ক্ষমতায় আসলেই বাংলাদেশ ৫৮ রানে অলআউট হয়, ৭৮ রানে অলআউট হয় (২০১১ বিশ্বকাপে)।
- হাসিনা ক্ষমতায় আসলেই মাহমুদুল্লাহ অব্যাহত খারাপ খেলে।
:v :v :v
উপরোক্ত কৌতুকগুলো অহেতুকার্থে বলা হলেও কিছু কিছুর পিছনে হেতু জুড়ে দেওয়া যায়। যেমন: ৭৪ এর দুর্ভিক্ষের সময় তত্পুর্ব বঙ্গবন্ধুর ভূমিকা, বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ পরবর্তী ব্যবস্থা গ্রহণে শেখ হাসিনা সরকারের ভূমিকা, রানা প্লাজা পরবর্তী ভূমিকা, তাজরীন পরবর্তী ভূমিকা, বিভিন্ন সময়ে ফটোশপের মাধ্যমে ভূমিকা ইত্যাদি ইত্যাদি।
হ্যাঁ, আমরা চাই বাংলাদেশ আরও এগিয়ে যাক। জন্ম নিক শত শত মুসা ইব্রাহীম, ওয়াশফিয়া। আমাদের মুখ উজ্জল করতে আসুক অগণিত তামিম, সাকিব, মুশফিক, নাসির, মমিনুল, সোহাগ। তাদের আবির্ভাব/অগ্রগতির পেছনে যার/যাদেরই অবদান থাকুক না কেন। তবে কথা একটাই,
"আমাদের দেশে হবে সেই '____' কবে,
কথায় না বড় হয়ে কাজে বড় হবে।"
বিষয়: বিবিধ
১১৯৫ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন