TO LET ও TOILET

লিখেছেন লিখেছেন বিদ্রোহী ২৭ সেপ্টেম্বর, ২০১৩, ১১:৪২:৪৫ সকাল

- এই ওঠ ঘুম থেকে। পাশের বাসার চাচা চিল্লাচিল্লি করে।

- ক্যান কী হইছে?

- কে জানি তার মুরগী চুরি করছে?

- কে চুরি করছে তো এখানে কী?

- মেসের পোলাপানরে দোষায়।

নাহ, এই চাচার অত্যাচারে আর বাঁচা যায়না। ফজরের নামাজ পড়ে কোথায় একটু আরামে ঘুমাবো। তা না। খালি সকালে চিল্লায়। এই চিল্লাচিল্লির লাইগাইতো তার ক্ষতি করতে ভাল লাগে। হ্যাঁ মুরগী নিছি একটা। নিবনা কেন? পান থেকে চুন খসলেই মেসের ছেলে, মেসের ছেলে। সব দোষ মেসের ছেলেরাই করে। তাই মাঝে মাঝে দিই ঘ্যাচাং কইরা।

- কি দরকার চাচারে এত জালাতন করার?

- অত ভাল সাজিস না। খাওয়ার বেলাতো ঠিকই পারলি।

- চাচা সবাইরে দেখবার চায়।

- চাচারে দেখতে না, ভাল হইতে কঅ।

২।।।

অবশ্য চাচা খেপলে যেমন খারাপ লাগে, তারে খেপাইতেও তেমনি ভাল লাগে। প্রত্যেক দিন, প্রত্যেক বেলাতেই তার মেসের ছেলেদের খুঁত ধরা চায়ই চায়।

- চাচা ভুল হইছে।

- মানে?

- মান ভুল হইছে।

- ঐ মিয়া আমার লগে মস্করা কর? আমি কিছুই বুঝিনা মনে কর?

- আহা চাচা, খেপছেন কেন?

- খেপছি মানে? আমি বদমেজাজী? দুর হও আমার চোখের সামনে থেকে।

- চাচা . . . .

- আবার . . . . ?

না মাফ চাওয়া আর হয়না। ভালও আর হওয়া যায়না। এই সেদিন যেমন একটা লাউ নিতে গেলাম। নিলামও। কিন্তু অল্পের জন্য . . . ধরা খাইনি। বেঁচে গেলাম। চাচা যেমন বদমেজাজী, নিজের প্রত্যেকটি জিনিসের ব্যাপারে তেমনি খেয়াল রাখেন। লাউ খোয়া যাওয়ার ব্যাপারটা তার চোখ এড়াইনি। আহা কেন যে তার বাড়ির পাশে মেসটা হল। না পাইল চাচা আরাম। না পারলাম আমি ভাল হইতে।

৩।।।

সেদিন রুমমেটরে নিয়া গেছিলাম বাজার এক কাজে। ফিরার সময় হাঁটতে হাঁটতে আসছিলাম আর বাদাম খাচ্ছিলাম দু'জন। কাছাকাছি প্রায় চলে এসেছিলাম।

- কি চাচারে জালাতন করার নতুন কোন প্লান মাথায় আসল?

- খালি কি আমিই জালাতন করি। চাচার জালাতনেইতো আমি প্রতিক্রিয়া দিই।

- বুঝলি, ভাল হইয়া যা।

- হ্যাঁ ভাল হয়ে যাব। কিন্তু . . . । এই দাঁড়া, দাঁড়া!

-কি হইছে?

- ঐ যে দেখ।

- কী?

- ঐ যে লিখা আছে।

- কোথায়? কী?

- ঐ যে . . . 'TO LET'

- ও, চাচা নতুন করে বাসা ভাড়া দিবে নাকি।

- তাইতো দেখছি।

- ভাড়া নিবি নাকি। তোর সাথে তো চাচার খুব খাতির।

- না চল, চল।

৪।।।

- এই ওঠ ঘুম থেকে। চাচা চিল্লাচিল্লি করে।

- ক্যান কী হইছে?

.

.

.

.

- কে জানি তার বাসার TO LET লেখারে TOILET বানায় দিছে।

বিষয়: বিবিধ

১২৩৩ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File