'মিতব্যয়ী রাষ্ট্রপতি'। (একটি কপি করা শিরোনাম)।
লিখেছেন লিখেছেন বিদ্রোহী ২৬ সেপ্টেম্বর, ২০১৩, ০১:১৮:৩৬ রাত
(এই লিখাটি গত ১৭/০৯/১৩ তারিখে প্রকাশিত হয়। কিন্তু টুডে ব্লগের উন্নয়নকাজ শেষ হওয়ার পর অজ্ঞাত কারণে তা মুছে যায়। তাই আবারও প্রকাশ করলাম। এজন্য অবশ্য আমি বিরোধীদলীয় ষড়যন্ত্র এবং জামাত শিবিরের তাণ্ডবকেই দুষছি।)
আচ্ছা, সিঙ্গাপুরে রাষ্ট্রপতি চিকিত্সা নিতে গিয়ে কত টাকা যেন 'বাঁচিয়ে' দিয়েছেন? তা টাকাগুলো কি রাষ্ট্রপতির পরবর্তী সিঙ্গাপুর ভ্রমণের জন্য জমা রাখা হবে? :-/
যদি না হয়, তাহলে টাকাগুলো চিকিত্সা ব্যবস্থার উন্নয়নে কাজে লাগানো হবে বুঝি!? যেন কোন মানুষকে আর চিকিত্সা নিতে দেশের বাইরে যাওয়ার কথা চিন্তা করা না লাগে। কিংবা হাজার হাজার লাখ লাখ টাকার জন্য যে লোক প্রয়োজনীয় চিকিত্সা করাতে পারে না, ধুকে ধুকে মারা যায়, সেখানে ভর্তুকী দেওয়া হবে বুঝি!? অবশ্য ভর্তুকীর টাকার একমাত্র উত্সও হবেন রাষ্ট্রপতি। দোয়া করি কিছুদিন পরপরই সিংগাপুর যাক। তাঁর 'বাঁচানো' অর্থেই চলে যাবে। হাত কাটা, পা কাটা, আর্তচিত্কার, ভিষণ ব্যথা নিয়ে রোগীরা হাসপাতালে সিট পায় না। বারান্দায়, মেঝেতে কোন রকমে অবস্থান নেয়। সেই টাকা দিয়ে নতুন ভবন তৈরী করে একটি সিটের নিশ্চয়তা দেওয়া হবে বুঝি!? সেই টাকা দিয়ে ডাক্তারদের জন্য আলাদা বেতনের ব্যবস্থা করা হবে বুঝি? যাতে তাদের 'ভিজিট' একটু কম হয়। আপনার মত একজন 'মিতব্যয়ী রাষ্ট্রপতি'ই আমাদের দরকার আছিল।
গত ৪ থেকে ৯ মে পর্যন্ত ছয় দিনে রাষ্ট্রপতির সিঙ্গাপুর সফরে রাষ্ট্রের খরচ হয়েছিল ১ লাখ ৪৪ হাজার সিঙ্গাপুরি ডলার। বাংলাদেশের ৮৭ লাখ ৯ হাজার ২৩৫ টাকা। গত ২৪ থেকে ৩১ আগস্ট পর্যন্ত আট দিনে ব্যয় হয়েছে ১ লাখ ৪ হাজার সিঙাপুরি ডলার। বাংলাদেশের ৬৩ লাখ ৪ হাজার ৮৫০ টাকা। মিতব্যয়ীতার উজ্জল দৃষ্টান্ত!!! উন্নয়নের সমূহ সম্ভাবনা!!! ভর্তুকীর টাকার উত্স প্রাপ্তি!!! বিএনপি-জামায়াত আমলে আবার যখন কোন রাষ্ট্রপতি সিঙ্গাপুর যাবেন, তাঁকেও এমন হওয়া চাই। :-/
আসলেই আমরা অকৃতজ্ঞ। আহমাদিনেজাদের প্রশংসা করতে পারি। আর আমাদের রাষ্ট্রপতির পারিনা। :-/
আহা, দেখ কি লীলা! কেহ চমক দেখাইতে চাহিয়াও দেখাইতে পারেনা, দেখায় না। আর কেউ নীরবে নিভৃতে চমক দেখাইয়া গেলেও আমরা চমকাই না। অবশ্য প্রতিনিয়ত নিত্যনতুন চমক দেখে দেখে আমরা অভ্যস্থ। "পাইলেও পাইতে পার অমূল্য চমক।" না কবি সাহেব চমক দেখতে এখন আর ছাই উড়ানো লাগেনা। সহজদেখ্য জিনিস সেটা। :-/
বরং আর কোন রাষ্ট্রপতিকে যাতে বিদেশ যাওয়া না লাগে, বাঁচানো টাকা গুলো দিয়ে তা গবেষণামূলক একটা মন্ত্রনালয় খুলা হোক। দপ্তরবিহীন কারও কর্মসংস্থানের সুযোগ হবে।
বিষয়: বিবিধ
১৪৭০ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন