চলন্ত গণতন্ত্রের উপর আঘাত এসেছে। সুনাগরিক, কুনাগরিক, অনাগরিক প্রতিক্রিয়াসমূহ।

লিখেছেন লিখেছেন বিদ্রোহী ১৩ সেপ্টেম্বর, ২০১৩, ০৫:৪৯:৫৪ সকাল

"আমাকে আঘাত মানে গণতন্ত্রকে আঘাত" - ইনু। অর্থাত্‍ গণতন্ত্রের অপর নাম ইনু।

প্রতিক্রিয়া সমূহঃ

১।প্রধানমন্ত্রীঃ বিম্পি জামাতের কাছে গণতন্ত্র আজ বিপন্ন। তারাতো চায় জঙ্গিবাদ।

২।জিহাদী ভাইয়েরাঃ দেশের সাধারণ মানুষও আজ দেখিয়ে দিল গণতন্ত্র হ্রাম হ্রাম। কালকে থেকেই জিহাদ শুরু। বোমা তৈরী চলছে।

৩।জয়ঃ আগামীবার ক্ষমতায় গেলে গণতন্ত্রের (মানে ইনুর) নিরাপত্তার ব্যবস্থা করা হবে।

৪।ফকরুলঃ এই বাকশালী সরকারের গণতন্ত্রের নমুনা দেখে জাতি আজ হতাশ। এই কথা সম্পূর্ণ অবৈধ, বেআইনী, অগণতান্ত্রিক, অসাংবিধানিক, রাজনৈতিক শিষ্টাচার বহির্ভুত, উদ্দেশ্য প্রণোদিত। তীব্র নিন্দা জানাই।

৫।খালেদা জিয়াঃ তাদের গণতন্ত্রের উপর ডিম ছুড়ে জনগণ পাঁচ সিটির নির্বাচনের মতই দেখিয়ে দিয়েছে জনগণ তাদেরকে চায় না। তাদের কথিত গণতন্ত্রকে চায় না।

৬। ইনু(জাপানী শব্দ) সমাজঃ আমরা 'গণতন্ত্র' নামক স্বীকৃতি চাইনা। বিদেশি জাত গুলার মত আদর যত্ন চাই।

৭। সুশীল সমাজঃ দেশে আজ গণতন্ত্রের ক্রান্তিকাল চলছে। এহেন পরিস্থিতি চলতে থাকলে গণতন্ত্রের(=ইনু) কপালে ভবিষ্যতে খারাপি আছে।

৮। শাহরিয়ার কবিরঃ এই মুরগী না থাকলেই তো বিশ্বে এর ডিম থাকতনা। আমরা সবসময় এর বিরোধীতা করে এসেছি।

৯।'সুপারস্টার' অনন্তঃ গণতন্ত্রের উপর আগাত এসেছে!? বেরি স্যাড!! বেরি স্যাড!! গণতন্ত্রকে নিঃস্বার্থ ভালোবাসা উচিত।

১০।ওবামাঃ ও মাই গাড!! বাংলাদেশে জীবন্ত গণতন্ত্র আছে আর আম্রিকাতে নাই? দখল করাই লাগবে। আগে সিরিয়াকে দেখে নেই। তারপর . . .

১১।জনৈক দেশপ্রেমিকঃ আমার দেশের গণতন্ত্র পরদেশে খায় ডিম,

ডিমের উত্‍স নিষিদ্ধ করে আসুক শুভ দিন।

১২।জনগণঃ আমরা? উপরের কথাগুলো শুনে আমরা স্পিকার হয়ে গেছি।

১৩। আমার প্রতিক্রিয়াঃ আপনি ভেবে দেখেছেন কিনা জানিনা, উপরের ১২ টি প্রতিক্রিয়াও গণতন্ত্রের উপর আঘাত।

বিষয়: বিবিধ

২০৭০ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File