রাজনৈতীক সাহিত্যঃ পুলিশ ও আদালত সমাচার।

লিখেছেন লিখেছেন বিদ্রোহী ০৯ সেপ্টেম্বর, ২০১৩, ০৬:১১:০৫ সকাল

সকলের অতঙ্ক,

দালালীর দৃষ্টান্ত,

চলমান স্বৈরতন্ত্র,

গায়ে পবিত্রতার দুর্গন্ধ।

দেয় যাতনা,

কিছু বলতে পাবেনা,

মানবতা ধারেনা,

পায় ঘৃণা, ঘৃণা, ঘৃণা।

বলুন তো কী?

.

.

.

.

.

পুলিশ। না, শুধু পুলিশ না। ইদানিং আরও একটা জিনিস যোগ হয়েছে

.

.

.

.

.

ভ্রাম্যমাণ আদালত।

বন্দনা আরও একটু প্রয়োজন মনে করছি।

অর্থের পাহাড় তোমার,

অফুরন্ত ক্ষমতা তোমার,

অপব্যবহারের অধিকার তোমার,

অত্যাচারের হাতিয়ার তোমার।

মানব খুনের গুরু তুমি,

গুম নাটকের নায়ক তুমি,

অত্যাচারের মডেল তুমি,

স্বেচ্ছাচারের সংগা তুমি।

হ্যাঁ,

তুমি পুলিশ তুমিই।

তুমি আদালত তুমিই।

তোমার বন্দনা শুনি প্রধানমন্ত্রীর মুখে,

দেখ খেয়াল করে তোমার আঘাত অসংখ্য মানুষের বুকে।

মানুষের উপর গুলি চালাতে গায়ে তোমার বাধে না,

বাধবে কি করে! তুমি পুলিশ, তুমি যে মানুষ না।

ন্যায় বিচারের মহান বুলি শুনি তোমার মুখে।

খোঁজ নাও তোমার বিচারে চাপা কষ্ট কত মানুষের বুকে।

বিচারক তুমি দিবানা টোল তোমাকে কিছু বলব না?

বলব কেন! তুমি বিচারক, তুমি যে মানুষ না।

আদালত অবমাননা যদি হয় তোমাকে কিছু বললে,

খুশি হতাম চিরতরে ধংস তুমি হলে।

ধংস তোমার হবেই একদিন মনে রেখ একথা,

উপর থেকে দেখছেন দয়াল জানোনা কি তা?

কথাগুলো করলাম উত্‍সর্গ তোমাকে।

হ্যাঁ,

তুমি পুলিশ তোমাকেই।

তুমি আদালত তোমাকেই।

গণতন্ত্রের ভক্ষক তুমি,

সবকিছুতেই হাইকোর্ট তুমি,

চোরের মাসতুত ভাই তুমি,

জাতির অভিশাপ তুমি।

মানব হয়রানির হোতা তুমি,

মানুষ নামের কলঙ্ক তুমি,

মানবতার শত্রু তুমি,

নায়ক নয় খলনায়ক তুমি।

হ্যাঁ,

তুমি পুলিশ তুমিই।

তুমি আদালত তুমিই।

দেখুনঃ

১। চুল সমাচার

বিষয়: বিবিধ

১২৫৭ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File