দেশের সমস্ত জনগণ আজ স্পীকার ২।
লিখেছেন লিখেছেন বিদ্রোহী ০৫ আগস্ট, ২০১৩, ১২:৪১:৩৭ রাত
১
- ভাই এ প্লাস পাইছি।
- স্বাভাবিক। অবাক হই নাই।
- ভাই গোল্ডেন।
- অবাক হই নাই।
- ভাই বুয়েটে চান্স পাইছি।
- অবাক হই নাই।
- ফার্স্ট ক্লাস ফাস্ট হইছি।
- অবাক হই নাই।
- পিএইচডি শেষ।
- অবাক হই নাই।
- তাহলে কী করলে অবাক হবেন?
.
.
.
.
.
.
- অবাক হইতাম। যদি তুমি একখান কোটা সার্টিফিকেট অর্জন করতে পারতা।
সো এ প্লাস পানেওয়ালা ভাইয়েরা বুঝতেই পারছেন।
২
নিবন্ধন বাতিল ইস্যু কিন্তু আমি ভুলে গেছি। ইস্যুর যা চাপ!!!!
৩
HSC এর রেজাল্ট হল। কিছু দিন পর ভর্তি পরীক্ষা।
৩০০০ যাবে মেডিকেলে।
৪৫০০ যাবে প্রাইভেট মেডিকেলে।
৩০০০ যাবে ইঞ্জিনিয়ারিংয়ে। বাকিরা বিভিন্ন জায়গায় ভর্তি হয়ে বিশ্ববিদ্যালয়ের ষাট হাজার সীট পুরণ করবে।
কিছু যাবে জাতীয় বিশ্ববিদ্যালয়ে,
কিছু যাবে প্রাইভেটে।
এত কিছুর পরও যারা থাকবে, তাদের কী হবে?
তোমরা চিন্তা কইর না। তোমরা দপ্তরবিহীন ছাত্র হিসেবে থেকে জাতির মুখ উজ্জল কর। বসে বসে তোমরা শিক্ষা ব্যবস্থার কাল বিড়াল অন্বেষণ কর।
"এই স্ট্যাটাস পড়ে যদি কারও মনে হয় আমি ছাত্রদের হেয় করেছি, সে হয় মখা না হয় চোরঞ্জিত।"
- রাষ্ট্রবিজ্ঞানী এরিস্টটল।
৪
হ্যালো, পুর্ববঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী বলছিলেন? না কমিউনিটি ক্লিনিকের কথা বলছিনা। বলছিলাম আমার বাড়িতে আজকে সারাদিনে প্রায় পাঁচ ঘন্টা বিদ্যুত ছিলনা (লেকিন সুভা হোনে সে পেহলে রাত আভি বাকি হ্যায়। সামাঝ মে নেহি আয়া রাতে থাকবে কিনা।)। এশার নামাজের বিশ মিনিট আগে গিয়েছিল। তারাবীহের দশ মিনিট পর এসেছে। আপনি আজকে বলছিলেন আপনার নির্দেশে দো ঘান্টে ইসিকি সাপ্লাই বান্ধ রেহতা হ্যায়। লেকিন পাঁচ ঘান্টে!!!? কিউ হো রাহা হে এসাব?
আপনার নির্দেশে দুই ঘন্টা বন্ধ থাকে। লেকিন হাম এভি জানা চাহতা হু আপ কি ঘার মে এ কারেন্ট দো মিনিট কে লিয়ে যাতা সাকতা হ্যায়?
বিষয়: বিবিধ
১৫৯৬ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন