দেশ এবার ১৩০০ বছর আগাবেই।
লিখেছেন লিখেছেন বিদ্রোহী ১২ জুন, ২০১৩, ০৪:০৮:১০ বিকাল
Download FREE Sunny Leone Wallpaper (Data charge as per pkg)
Click:
Adress: . . . . . . .
জিপি কর্তৃপক্ষকে ধন্যবাদ। আমাকে এমন একটি বিনোদন সম্পর্কে অবহিত করে মেসেজ দেওয়ার জন্য। সাবাশ জিপি। তোমার মত কোম্পানী না থাকলে যে দেশটা ১৩০০ বছর আগাবে না। উন্নত বিশ্বের সাথে তাল মিলিয়ে চলা লাগবে তো নাকি ! ! :o
আজকে আপনারা সানি লিওনের ছবি দেখাচ্ছেন। কিছু কথা জমা রাখাচ্ছেন রাতের জন্য। ভালবাসার টানে ছেলে মেয়েকে একত্রিত করছেন তথাকথিত প্রগতিশীল করার জন্য। ভাল তো। এগিয়ে যাওয়ার নামে সানি লিওন পাইলাম। ভাল না? ক্যান অব্যাহত এই অগ্রগতি(!)তে আপনার কী সমস্যা? সমস্যা তো আছেই । আপনারা এই সব প্রগতিশীলতা বাংলালিঙ্ক দামে পাইছেন জানি। কিন্তু আমরা এই বস্তা পচা জিনিস চাইনা। যতদুর জানি wap.gpworld.com সাইটে একটা নিম্নমানের ছবি নিলেও ১০/- দাম ধরা হয়। সেখানে আপনারা এত উঁচুমানের(!) ছবি দিচ্ছেন সম্পূর্ণ ফ্রী!!! !!! কী দারুণ অফার তাই না!!! ১ গিগা নেটের দাম নিচ্ছেন ৩৪৫ টাকা। কিন্তু এইটা ফ্রী। সমাজে উন্নয়ন প্রগতিশীলতা অর্জন এভাবেই সম্ভব। জিজ্ঞাসাইতে মুঞ্চাই "what's on your mind?"
আজকে আপনারা সবার কাছে সানি লিওনের ছবি বিলি করছেন। আশা করি কালকে বলবেন আমাদের গ্রাহক সেবা কেন্দ্র থেকে নামমাত্র মূল্যে সানি লিওন সরবরাহ করা হয় (* কোন প্রকার শর্ত প্রযোজ্য নয়)। তাহলে কিন্তু খুবই ভাল হবে। কোন কথা রাতের জন্য জমে থাকবে না। কথা হবে সরাসরি।
এবার একটু সোজা কথায় আসি। সমাজকে বেহায়াপনার হাত থেকে বাঁচাতে আপনাদের কি কিছুই করার নাই? আচ্ছা কিছু করতে না পারেন কিন্তু দোহাই লাগে ক্ষতি কইরেন না। বুড়া আর তেলের শিশি দিয়া যদি প্লটের ব্যবসা চলতে পারে, তাহলে আপনাদের এসব না করলেও ব্যবসা চলবে। নাকি আবার বলবেন আপনার সানিলিওনানুভুতিতে আঘাত লাগল! দুঃখিত।
টাইম থাকতে পিওর হন।
সাপোর্ট দিবে জনগণ।
Click this link
বিষয়: বিবিধ
১১৮৯ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন