ইজ ইট কলড চেতনা ব্যবসা ¿ ¿
লিখেছেন লিখেছেন বিদ্রোহী ৩১ মে, ২০১৩, ০২:৩৯:২৬ রাত
এক সাগর রক্তের বিনিময়ে
বাংলার স্বাধীনতা আনল যারা
আমরা তোমাদের ভুলব না।
হঠাত্ করেই রাস্তার মাইকে ভেসে আসল গানটা। ওয়াট'স দ্য ম্যাটার? জাতি তো এই গানটা নির্দিষ্ট মাসের নির্দিষ্ট দিন ছাড়া শুনেনা, বাজায়ও না। এখন শুনছে ক্যান? সমগ্র জাতি মুক্তিযুদ্ধের চেতনা সম্মৃদ্ধ হয়ে গেল নাকি।
আমার ভুল ভাঙিয়ে দিয়ে হঠাত্ করে মাইকে আওয়াজ উঠল
"এই প্রতীকে ভোট দিন, জনসেবায় অংশ নিন।"
"ভোট চাই ভোটারের, দোয়া চাই সকলের।"
"সেরাআআআ মার্কা,
অমুউউউক মার্কা।" ইত্যাদি ইত্যাদি।
তখনই মনে পড়ল ওওও এখন তো দেশের চারটি এলাকায় মুক্তিযুদ্ধের চেতনা ব্যবসার মৌসুম চলছে ।
তাই তো আমি সুর মিলালাম
এই মার্কায় ভোট দিন,
চেতনা ব্যবসায় সুযোগ দিন।
অমুক ভাইয়ের চরিত্র,
চেতনার মত পবিত্র।
সেরা মার্কা,
চেতনা মার্কা।
এই মার্কায় না দিলে ভোট,
করতে হবে চেতনার জন্য শোক।
আরেকটু কনফার্ম হওয়ার জন্য জাতির কাছে জানতে চাই এটাকেই কি মুক্তিযুদ্ধ ব্যবসা বলে?
মূল লিখা
বিষয়: বিবিধ
১১১৯ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন