নাশকতাময় বিনোদন

লিখেছেন লিখেছেন বিদ্রোহী ০৬ এপ্রিল, ২০১৩, ০৯:২২:৩৭ রাত

নাশকতার আশংকায় সরকার যানবাহন চলাচল বন্ধ করেছে। পাশাপাশি তারা আরও কিছু করেছে। চলুন দেখিঃ

নাশকতার আশংকায় তারা খাওয়া দাওয়া বন্ধ করে দিয়েছে। কি জানি হকপন্থীদের হুংকারে যদি পেটের মধ্যে নাশকতা শুরু হয়ে যায়।

নাশকতার আশংকায় তারা ঘুমানো বন্ধ করে দিয়েছে। কি জানি ঘুমানোর মধ্যে যদি আবার হেফাজতের দুঃসপ্ন দেখে।

নাশকতার আশংকায় তারা টয়লেটে যাওয়া বন্ধ করে দিয়েছে। কি জানি আবার পেট থেকে যদি নিঃষ্কাশন না হয়।

এমনকি নাশকতা নাশকতা জপতে জপতে তারা প্যান্ট ভিজিয়ে ফেলেছে।

যাইহোক বাংলার এই নন্দলালদের দ্বারাই দেশ রক্ষা হবে। এই চুশীল, প্রগলাবাজ সমাজ মুরগী সরবরাহের মাধ্যমে দেশ স্বাধীন করেছিল। ৭১ তাদের পৈতৃক সম্পত্তি।

সবশেষে নাশকতার আশংকায় থেকেও একটা হাজার বছরের শ্রেষ্ঠ কাঙালী জোক বলতে চাই - "(পুলিশের তিন স্তর বিশিষ্ট প্রটেকশনে থেকে) আমরা কাউকে ভয় পাইনা।" যদিও জোকটা অনেক পুরনো তার পরও যখনই মনে হয়, তখনই ব্যাপক বিনোদন পাই। যাই, ঐদিকে আবার নাশকতা শুরু হয়ে গেছে।

বিষয়: রাজনীতি

১০০২ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File