ভুলের শাস্তি " পৃথিবী " প্রেরণ !!

লিখেছেন লিখেছেন সাঈদ আল হক তামজিদ ২২ মে, ২০১৪, ০৬:২৬:৫৫ সন্ধ্যা

আল্লাহ তা'য়ালা আদম আ. ও হাওয়া আ. কে সৃষ্টি করার পর তাকে জান্নাতে থাকতে দিলেন । তাদেরকে বলে দিলেন তারা যে, ঐ একটি গাছ ছাড়া অন্য সকল গাছের ফল খেতে পারবে। কিন্তু শয়তানের প্ররচনায় পড়ে আদম ও হাওয়া আ. উভয়ই সেই নিষিদ্ধ গাছের ফল খেয়ে ফেলে। পরবর্তীতে তারা উভয়ই আল্লাহর কাছে ক্ষমা চায়। আল্লাহ তাদের ক্ষমা করেন এবং তাদেরকে পৃথিবীতে পাঠান।

মানুষ সৃষ্টি শুরুর এই ঘটনাতে অনেক মানুষই বলে থাকেন নিষিদ্ধ ফল খাওয়ার শাস্তি স্বরূপ আল্লাহ আদম ও হাওয়া আ. কে পৃথিবীতে পাঠিয়ে দেন। তা না হলে মানুষ জান্নাতেই বসবাস করতো। কিন্তু এটা কোন ক্রমেই ইসলামের দৃষ্টি ভঙ্গি নয় বরং তা খ্রিষ্টান্দের দৃষ্টি ভঙ্গি। এই ভুল কথা মানুষ কখনোই বলত না যদি না তারা কোরআন বুঝে পড়তো।

" আর তোমার পালনকর্তা যখন ফেরেশতাদিগকে বললেনঃ আমি পৃথিবীতে একজন প্রতিনিধি বানাতে যাচ্ছি, তখন ফেরেশতাগণ বলল, তুমি কি পৃথিবীতে এমন কাউকে সৃষ্টি করবে যে দাঙ্গা-হাঙ্ গামার সৃষ্টি করবে এবং রক্তপাত ঘটাবে? অথচ আমরা নিয়ত তোমার গুণকীর্তন করছি এবং তোমার পবিত্র সত্তাকে স্মরণ করছি। তিনি বললেন, নিঃসন্দেহে আমি জানি, যা তোমরা জান না। " [সুরা বাকারা: ৩০]

নিঃসন্দেহে উপরের আয়াত থেকে বোঝাই যাচ্ছে, আল্লাহ তা'য়ালা পৃথিবীতে আর প্রতিনিধি পাঠানোর জন্যই মানুষকে সৃষ্টি করেছেন। আর ইবলিশের ঘটনা আর আদম আ. এই দুইজনের দুটি দৃশ্য মানুষের কাছে শিক্ষা স্বরূপ তুলে ধরেছেন। একটাতে যেখানে ইবলিশ গর্ব অহংকার করেছে, আল্লাহর আদেশ অমান্য করেছে এবং তার এই ভুলের কারণে ক্ষমাও চায়নি। সে ক্ষমা চাইলে আল্লাহ হয়তো তাকে ক্ষমা করে দিত। কিন্তু না চাওয়াতে তার আবাসস্থল হয়েছে জাহান্নাম।

অন্য দিকে আদম আ. ও হাওয়া আ. তাদের ভুলের কারণে অনুতপ্ত হয়েছেন এবং ক্ষমা চেয়েছেন। আল্লাহ তাদের ক্ষমা করে দিয়েছে। এর মাধ্যমে আল্লাহ বুঝাতে চেয়েছেন , শয়তান তোমাদের বারবার ধোকা দিবে। তার ধোকায় পড়ে তোমরা অনেক ভুলো করবে কিন্তু তোমরা আমার কাছে ক্ষমা চাও আমি তোমাদের ক্ষমা করে দিব। আর যদি তোমরা শয়তানের মত গর্ব অহংকার করে তার পথে নিজেকে পরিচালিত করো তাহলে তোমাদের ঠিকানা হবে জাহান্নাম।

সুতরাং নিষিদ্ধ ফল খাওয়ার শাস্তি স্বরূপ আল্লাহ মানুষকে পৃথিবীতে পাঠিয়েছেন এটা একেবারেই ভিত্তিহীন।

বিষয়: বিবিধ

১২৬৮ বার পঠিত, ৬ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

224745
২২ মে ২০১৪ সন্ধ্যা ০৭:১৭
দুষ্টু পোলা লিখেছেন : ভালো লাগলো ধন্যবাদ
২৩ মে ২০১৪ রাত ১২:১৮
172095
সাঈদ আল হক তামজিদ লিখেছেন : ধন্যবাদHappy
224752
২২ মে ২০১৪ রাত ০৮:০৬
হারিয়ে যাবো তোমার মাঝে লিখেছেন : আপনাকে অনেক অনেক ধন্যবাদ এতদিন যে বিষয়টা আমি জানতাম না তা পরিস্কার করার জন্য।
২৩ মে ২০১৪ রাত ১২:১৯
172096
সাঈদ আল হক তামজিদ লিখেছেন : পড়ার জন্য ধন্যবাদHappy
224774
২২ মে ২০১৪ রাত ০৮:৩৩
ছিঁচকে চোর লিখেছেন : অনেক সুন্দর লিখেছেন.... পিলাচ
২৩ মে ২০১৪ রাত ১২:১৯
172097
সাঈদ আল হক তামজিদ লিখেছেন : ধন্যবাদHappy

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File