বর্তমান সরকারের অতি সত্বর সিনেমা পরিচালনায় যেতে অনুরোধ করছি.........
লিখেছেন লিখেছেন সাঈদ আল হক তামজিদ ৩০ জানুয়ারি, ২০১৪, ০৩:২৬:৫১ দুপুর
বর্তমান সরকার(!) গত পাঁচ বছর বছর ধরে এখন পর্যন্ত আমাদের দেশের মানুষকে একের পর এক নাটক দেখাচ্ছে। এদের মত চলচিত্র ও নাট্য নির্মাতারা থাকতে আমরা চলচিত্র সহ নাটকের দুনিয়াতে এতটা পিছিয়ে আছি কী করে তা মাথায় আসছে না।
বিডিয়ার হত্যা যুদ্ধাপরাধী , হলমার্ক, ডেসটিনিসহ নানা নামের নাটক এবং সেই সাথে নির্বাচন ও আজ ১০ ট্রাক অস্ত্র মামলার গল্প দেখালো। এত ভাল মানের পরিচালকবৃন্দ থাকা সত্ত্বেও আজ আমাদের চলচিত্র পিছিয়ে রয়েছে। আমরা গান থেকে শুরু করে গল্প পর্যন্ত তামিল ছবি থে নকল করি। অথচ আমাদের সরকারের ভেতরেই সব আছে। ওল ইন ওয়ান
বিষয়: বিবিধ
১২৫৪ বার পঠিত, ৫ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
সম্মানিত লোকদেরকে এরা অপমানিত করে এবং অসভ্য লোকেরা শাসক বনে যায় ।
মন্তব্য করতে লগইন করুন