হাস্যকর প্রশ্নের পরিপ্রক্ষিতে কিছু প্রশ্ন

লিখেছেন লিখেছেন সাঈদ আল হক তামজিদ ২২ এপ্রিল, ২০১৩, ১১:১৩:৫২ রাত

অনেক মেয়ে কিংবা তথাকথিত প্রগতিশীল ও সুশিল সমাজের লোকজনেরা পুরুষ কর্তৃক একের অধিক বিয়ে করার অনুমতির উপর একটি প্রশ্ন তুলে থাকেন । তারা বলেন , পুরুষেরা যদি একাধিক স্ত্রী গ্রহণ করতে পারে তাহলে মেয়েরা কেন পারবে না ।

এখন আমার প্রশ্ন

১। একজন পুরুষ একসঙ্গে বহু সংখ্যক স্ত্রীকে গর্ভবতী করার ক্ষমতা রাখে । কিন্তু একটা মেয়ে বছরে তা পারে একবারই । এখন আপনায় একাধিক স্বামী থাকলে আপনি কিভাবে বুঝবেন বা আপনার সন্তানকে কি করে বোঝাবেন তার বাবা কে ?

২ । পারিবারিক জীবনে পুরুষেরই কর্তৃত্ব বিশ্বের সব সমাজে সব ধর্মে স্বীকৃত । এখন একজন স্ত্রীর একাধিক স্বামী কার কর্তৃত্ব মেনে চলবে ? কার কথা মতই বা সংসার চালাবে ।

আমি কিন্তু আজাইরা পুরুষের একের বেশি বিয়ের পক্ষে না । কারণ কোরআনে এটা নিয়ে ভালো ব্যাখ্যা আছে

বিষয়: বিবিধ

১৭২৯ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File