যারা ধর্মনিরপেক্ষ রাষ্ট্রের কথা বলে মুখ দিয়ে ফেনা বের করেন
লিখেছেন লিখেছেন সাঈদ আল হক তামজিদ ০৯ এপ্রিল, ২০১৩, ০৮:১৮:৫০ রাত
যারা ধর্মনিরপেক্ষ রাষ্ট্র চান তাদেরকে বলি । আপনারা ধর্ম নিরপেক্ষ দেশ চান তো । যান আপনাদের কথা মেনে নিলাম । আপনারা বলেছেন ধর্ম নিরপেক্ষ রাষ্ট্রে যার যার ধর্ম সে সে পালন করবে । সুতরাং আমার কথাগুলো এখন খুব খেয়াল করে শুনুন ।
আমার ধর্ম ইসরাম ।
১। ইসলাম আমাকে বলে শুধু নিজে নামায পড়ো না বরং নামায কায়েমের চেষ্টা করো । সুতরাং আমি কাউকে নামায পড়ার অনুরোধ করলে আমাকে বাধা দিতে পারবেন না ।
২। ইসলাম আমাকে বলেছে ধর্ম প্রচার করতে । আপনারা আমাকে ধর্ম প্রচারে বাধা দিতে পারবেন না ।
৩। ইসলাম আমাকে বলেছে শুধু নিজে যাকাত দিও না বরং যাকাত আদায়ের চেষ্টা কর । সুতরাং আমাকে বাধা দিতে পারবেন না ।
৪। আমার ধর্ম আমাকে ইসলামী শাসনতন্ত্র কায়েম করতে বলেছে । তাই আমাকে ইসলামী আন্দোলন করতে বাধা দিতে পারবেন না ।
৫। ইসলাম আমাকে বলেছে সুদ মুক্ত ব্যবসা প্রতিষ্ঠা করতে বলেছে । আমি এটা নিয়েও আন্দোলন করবো । আমাকে বাধা দিতে পারবেন না ।
এখন বলেন মানবেন আমার কথা !!
বিঃদ্রঃ আরো অনেক পয়েন্ট আছে ।
বিষয়: বিবিধ
১৫৯১ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন